Tuesday, November 4, 2025

সংসদে মণিপুর নিয়ে আলোচনায় রাজি, তবে মোদির বিবৃতি প্রসঙ্গে নীরব শাহ

Date:

ভয়াবহ অবস্থা উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের(Manipur)। এই ইস্যুতেই সংসদে ধারাবাহিক বিক্ষোভ শুরু করেছে বিরোধী সাংসদরা। দাবি, প্রধানমন্ত্রীকে সংসদে এইবিষয়ে বিবৃতি দিতে হবে। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) জানালেন, “মণিপুর পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে সরকারের কোনও আপত্তি নেই।” যদিও প্রধানমন্ত্রী(Prime Minister) এই বিষয়ে সংসদে আলোচনায় অংশ নেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি শাহ। তাছাড়া কোন ধারায় এই আলোচনা হবে তাও স্পষ্ট করা হয়নি।

মণিপুরে লাগাতার অশান্তি ও দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় উত্তাল গোটা দেশ। এই অবস্থায় মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভোটাভুটি-সহ আলোচনার দাবিতে শুক্রবার নোটিশ দিয়েছিল কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল। কিন্তু তাতে রাজি হয়নি মোদি সরকার। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ২৬৭ ধারার পরিবর্তে ১৭৬ ধারায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু বিরোধীরা তাদের দাবিতে অনড় রয়েছে। এই পরিস্থিতিতে শাহ সোমবার বলেন, “আমরা সভায় এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এই স্পর্শকাতর বিষয়ে দেশ যাতে সত্য জানতে পারে তা খুবই গুরুত্বপূর্ণ।”

তবে আলোচনা নিয়ে আপত্তি নেই বলে শাহ জানালেও এই আলোচনায় কেন্দ্রের সদিচ্ছা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিরোধীরা। কারণ মণিপুরের পাল্টা জবাবে পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়, বিহারের মতো রাজ্যে কয়েকটি নারী নির্যাতনের ঘটনা তুলে প্রতিআক্রমণের পথে হাঁটার বার্তা দিয়েছে বিজেপি। সোমবার অবিজেপি রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে ধর্নাও দেখিয়েছে বিরোধী সাংসদরা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version