Tuesday, November 4, 2025

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ আনতে বড় উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

চলতি বছরের নভেম্বর মাসের ২১ ও ২২ তারিখ বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) আসর। জানা গিয়েছে, এবছরের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকছে ক্ষুদ্র শিল্প (Small Scale Industry)। ক্ষুদ্র শিল্পক্ষেত্রে বাংলার সাফল্যকে তুলে ধরে আরও বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ নবান্নের (Nabanna)। সেই সম্মেলনকে সামনে রেখে বিনিয়োগের বিষয়ভিত্তিক সুনির্দিষ্ট নীতি তৈরি করতে সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পে বিনিয়োগের জন্য বিশেষ নীতি তৈরি করতে তথ্য সংস্কৃতি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

গত বছরই বাণিজ্য সম্মেলনের মঞ্চেই চলচ্চিত্র শিল্পে আলাদাভাবে নজর দিতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দিয়েছিলেন। আর চলতি বছর বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠকে বসেন। একই সঙ্গে এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনকে সামনে রেখে দিল্লি, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়ে রোড শো করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে সেখানকার বণিক সমাজকে আমন্ত্রণ জানানো হবে বলে খবর। তাঁদের সামনে রাজ্যের শিল্প সম্ভাবনার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কতটা অগ্রগতি হয়েছে তাও তুলে ধরা হবে।

ইতিমধ্যেই এই চার রাজ্যে কীভাবে রোড শো করা হবে, তার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলি বণিক মহলের সঙ্গেও আলোচনা শুরু করেছে রাজ্যের শিল্প দফতর। জানা গিয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী ওই চার রাজ্যে প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারেন। ক্ষুদ্র শিল্পে বর্তমানে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। তবে রাজ্যের লক্ষ্য ক্ষুদ্র শিল্পে প্রথম স্থান দখল করা।

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...