Saturday, December 20, 2025

ভারত-পাক ম্যাচের দিনবদল! বিশ্বকাপ সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

Date:

Share post:

হাইভোল্টেজ ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ায় উঠে আসে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের নাম। একজন নীল জার্সি অন্যজন সবুজ। কাঁটাতারের দুই পাড়ের শত্রুতা খেলোয়াড়দের মনে না থাকলেও অনুরাগীদের মনে রয়েই গেছে। তাই ভারত পাকিস্তান (India Pakistan Match)ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা সঙ্গে বাড়তি নিরাপত্তাও। ক্রিকেটের বিশ্বযুদ্ধে এই দুই দলের সম্মুখ সমর দেখার চাহিদা সবচেয়ে বেশি। ICC এর তরফ থেকে প্রকাশিত বিশ্বকাপ সূচি (World Cup Schedule) অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভারত এবং পাকিস্তানের ম্যাচ (India Pakistan cricket match) হওয়ার কথা। তবে এবার জানা যাচ্ছে যে সেই ম্যাচ পিছিয়ে যেতে পারে।

গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তানের খেলার কথা। কিন্তু ঐদিন থেকে নবরাত্রি শুরু হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই, গুজরাট জুড়ে নবরাত্রির একটা বিশেষ উন্মাদনা থাকে। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। হাইভোল্টেজ ম্যাচে হাইপ্রোফাইল দর্শক অতিথিরা আসবেন দেশ বিদেশ থেকে। তাই সবদিক ভেবে স্থান বা দিন পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করছেন বোর্ড কর্তারা। যদিও স্থান পরিবর্তনের সম্ভাবনা তাই নেই বললেই চলে। মঙ্গলবার রাতে বোর্ডের সচিব জয় শাহ বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী সব রাজ্য সংস্থাকে নয়াদিল্লিতে একটি বৈঠকে ডাকেন। আগামী বৃহস্পতিবার বোর্ডের একটি বৈঠক রয়েছে। সেখানেই এই ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।

 

 

spot_img

Related articles

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...