Sunday, December 21, 2025

জলে থৈ থৈ কর্ণাটক ও তেলেঙ্গানা! বন্ধ স্কুল-কলেজ

Date:

Share post:

বর্ষার মরসুম আসতেই জলমগ্ন উত্তরপূর্ব ভারত। পাশপাশি জলে ভাসছে দক্ষিণ ভারতও।হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গুজরাট, দিল্লির পর এবার জলে ভাসছে কর্ণাটক এবং তেলেঙ্গানাও। মৌসম ভবনের পূর্বাভাস, এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। বরং আগামী ২৮ জুলাই পর্যন্ত এ ভাবেই বৃষ্টি চলবে বলে সাফ জানানো হয়েছে। এই অবস্থায় আগামী দু’দিনের জন্য সমস্ত স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে হায়দরাবাদ প্রশাসন। তেলঙ্গানার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতির জেরে বন্ধ স্কুল। নয়ডা এবং বৃহত্তর নয়ডা এলাকাতেও দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বুধবার বন্ধ থাকছে।

আরও পড়ুনঃপ্রসঙ্গ মণিপুর: মনস্তাত্ত্বিক চাল দিতেই সংসদে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে “INDIA”

শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেলেঙ্গানার নিজামাবাদ। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে। আগামী দু’দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আগামী দু’দিনের জন্য লাল সতর্কতা জারি হয়েছে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশে। হায়দরাবাদে আগামী দু’দিন সমস্ত স্কুল বন্ধ রাখা হবে।আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


বৃষ্টিতে বিধ্বস্ত কর্ণাটকও। উপকূলবর্তী অঞ্চলগুলিতে হড়পা বানের আশঙ্কায় বুধবার সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। কর্নাটকের মালনাড এলাকায় অবিশ্রান্ত বৃষ্টি চলছে। সেখানে আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ কান্নাডা, উদুপি, উত্তর কন্নডা, চিকমাগালুরু, কোডাগু এবং শিবমোগা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

spot_img

Related articles

একলাফে নামল পারদ, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন! 

উষ্ণতার গ্রাম সামান্য উর্ধ্বমুখী হতেই শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭...

রবিবাসরীয় ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

ছুটির সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। রবিবার ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ...

উর্দি গায়ে প্রতিবাদী শাশ্বত, আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশ্যে ‘হোক কলরব’ মোশন পোস্টার 

দৃপ্ত চোখ, হাতে জ্বলন্ত বোতল। রাজ চক্রবর্তীর ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে কোনও...

‘এ জন্মেই পুনর্জন্ম’, উৎপল সিনহার কলম

ক্রুর ঝড় থেমে গ্যাছে , এখন আকাশ বড় নীল। গাছের সবুজ পাতা কেঁপে কেঁপে অত্যন্ত সুসম বিন্যাসে আবার...