“এটা কিনবেন না, এটা নকল”- মদ কিনতে গেলে কি এবার এমন সাবধান বাণী শুনবেন সুরা প্রেমীরা! কারণ নকল মদ চিনতে এবার বিশেষ ব্যবস্থা করছে আবগারি দফতর। প্রত্যেক মদের দোকানে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে ‘Talking Pen’ বা ‘কথা বলা পেন’।

আবগারি দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে রমরমিয়ে চলছে দামী নকল বিদেশি মদের (Fake Foreign Liquor) কারবার। দামি হুইস্কি এবং স্কচের নকল বোতলে বাজার ছেয়ে গিয়েছে। নকল মদ বিক্রি রুখতে সব মদের দোকানে ‘কথা বলা পেন’ রাখা হবে।
কী সেই ‘কথা বলা পেন’?
সেই বিশেষ পেনটি মদের বোতল বা বাক্সের গায়ের হলোগ্রামে ঠেকালেই বলে দেবে সেটি আসল না নকল। এটি আসলে কলমের আকারে তৈরি একটি বৈদ্যুতিন যন্ত্র। পেনটির দাম প্রায় ৩ হাজার টাকা। আবগারি দফতর ইতিমধ্যেই রাজ্যের খুচরো মদ বিক্রেতাদের এই ‘কথা বলা পেন’ কিনতে বলেছে।

খুচরো মদের ব্যবসায়ীরা সাধারণত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সরকারি সংস্থা ‘বেভকো’র মাধ্যমে বিদেশি মদ কেনেন। কিন্তু এর বাইরেও কিছু অসাধু দোকানদার বাইরে থেকেও মদ কিনেন। আর মদের অধিকাংশই নকল। কিন্তু বোতল, বাক্স থেকে ক্যাপ- সবটা নামী ব্র্যান্ডের (Brand) হুবহু নকল। সেই কারণে ক্রেতারা বাইরে থেকে দেখে আসল-নকল ধরতে পারেন না। বুঝতে পারেন বোতল খোলার পরে, কারণ স্বাদ, গন্ধ আসলের থেকে আলাদা। তবে, তখন আর কিছু করার নেই। গ্যাঁটের কড়ি খরচ করে নকল মদ কিনে তখন হাহুতাশ করেন ক্রেতারা। সেটা আটকাতেই এবার কথা বলা পেন ব্যবহারের নির্দেশ দিয়েছে আবগারী দফতর। তবে, এটা ক্রেতারাও নিজেদের সঙ্গে রাখতে পারবেন কি না, তা জানা নেই।

আরও পড়ুন- ৪০জন গ্রামবাসীকে কা*মড়ে মৃ*ত্যুর কোলে আড়াই বছরের শিশুকন্যা! শিউ*রে ওঠার মতো কারণ
