Wednesday, August 27, 2025

দোসর অতি বৃষ্টি! বিপর্য*স্ত হিমাচল থেকে উত্তরাখণ্ড,মুম্বইয়ে বন্ধ স্কুল,জলমগ্ন রাজধানীও

Date:

গত কয়েকদিন ধরেই বাড়ছিল যমুনার জলস্তর। চলছিল বৃষ্টিও। বুধবার ভারী বৃষ্টির জেরে রাজধানীর বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই সঙ্গে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার ফের নতুন করে রাজধানীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। আগামী কয়েকদিন রাজধানীতে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। এর জেরে নতুন করে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে।

আরও পড়ুনঃউত্তরের পর এবার দক্ষিণবঙ্গেও ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস
বুধবার যমুনার জলস্তর আবার বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। প্রশাসনের তরফে নিচু জায়গাগুলিতে জারি হয়েছে সতর্কতা। উত্তরপ্রদেশের নয়ডা এবং গ্রেটার নয়ডারও পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা এবং হিন্দন নদী বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ৩১ হাজার বাসিন্দাকে ইতিমধ্যেই অন্যত্র সরানো হয়েছে। ১৬০০ হেক্টর জমি জলের নীচে চলে গিয়েছে।
রাজধানী ছাড়াও মহারাষ্ট্রতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মুম্বই, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের বহু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ে স্কুল, কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। রাতভর বৃষ্টিতে নাগপুরেরও বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

বৃষ্টিতে বিপর্যস্তা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশও।একটানা বৃষ্টির সঙ্গে চলছে ভূমিধস। দেরাদুন সহ উত্তরাখণ্ডের একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ধসের জেরে হৃষিকেশ যমুনোত্রী জাতীয় সড়ক-সহ উত্তরাখণ্ডের ২৪১টি সড়ক বন্ধ হয়ে গিয়েছে। সেগুলি পরিষ্কারের কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ২০০টি জেসিবিকে কাজে লাগানো হয়েছে। তুনি-টিহরী ৭০৭এ জাতীয় সড়ক এবং হৃষিকেশ বদ্রীনাথ জাতীয় সড়কও ধসের কারণে বন্ধ।


হিমাচল প্রদেশের শিমলা, সোলান, মান্ডি, সিরমুর, বিলাসপুর, কাংড়া, চম্বা, হামিরপুর এবং উনা জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version