Wednesday, August 27, 2025

মণিপুরে দুই মহিলাকে হেনস্থার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

অশান্ত মণিপুরে(Manipur) দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ও গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। ডবল ইঞ্জিনের রাজ্যে এহেন নৃশংস ঘটনায় ঘরে বাইরে চাপের মুখে পড়ে এবার পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। বৃহস্পতিবার এই ঘটনায় সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেওয়া হল।

গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ। সম্প্রতি সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ২৬ সেকেন্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় হয় গোটা দেশ। বিরোধীরা চাপ বাড়ায় মোদি সরকারের উপর। চাপে পড়ে এরপর ঘটনার নিন্দা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রেফতার করা হয় কয়েকজন অভিযুক্তকে। অবশেষে মণিপুরের অমানবিক সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল শাহের মন্ত্রক।

এদিকে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যার ফোন থেকে সেদিন সেই নৃশংস ভিডিও তোলা হয়েছিল সেই ফোন বাজেয়াপ্ত করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে মণিপুর পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য মণিপুর থেকে নিয়ে আসা হচ্ছে আসামে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে CRPF ও CAPF-এর ৩৫ হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে মণিপুরে। সূত্রের খবর, বাহিনীকে মেতেই ও কুকি অধ্যুষিত এলাকার মাঝামাঝি জায়গায় বাফার জোন তৈরি করে রাখা হয়েছে। মায়ানমার সীমান্ত থেকে কোনও রকম অবৈধ কার্যকলাপ রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে সীমান্তে।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version