Tuesday, May 6, 2025

মণিপুরে দুই মহিলাকে হেনস্থার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

অশান্ত মণিপুরে(Manipur) দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ও গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। ডবল ইঞ্জিনের রাজ্যে এহেন নৃশংস ঘটনায় ঘরে বাইরে চাপের মুখে পড়ে এবার পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। বৃহস্পতিবার এই ঘটনায় সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেওয়া হল।

গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ। সম্প্রতি সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ২৬ সেকেন্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় হয় গোটা দেশ। বিরোধীরা চাপ বাড়ায় মোদি সরকারের উপর। চাপে পড়ে এরপর ঘটনার নিন্দা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রেফতার করা হয় কয়েকজন অভিযুক্তকে। অবশেষে মণিপুরের অমানবিক সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল শাহের মন্ত্রক।

এদিকে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যার ফোন থেকে সেদিন সেই নৃশংস ভিডিও তোলা হয়েছিল সেই ফোন বাজেয়াপ্ত করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে মণিপুর পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য মণিপুর থেকে নিয়ে আসা হচ্ছে আসামে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে CRPF ও CAPF-এর ৩৫ হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে মণিপুরে। সূত্রের খবর, বাহিনীকে মেতেই ও কুকি অধ্যুষিত এলাকার মাঝামাঝি জায়গায় বাফার জোন তৈরি করে রাখা হয়েছে। মায়ানমার সীমান্ত থেকে কোনও রকম অবৈধ কার্যকলাপ রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে সীমান্তে।

Related articles

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...

বুধবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! কীভাবে দেখবেন রেজাল্ট?

আগামিকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই জানিয়েছে,...

SLST নিয়োগে বাধা নেই, ইঙ্গিত হাইকোর্টের শুনানিতে

রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরিতে বাধা দিতে কোনও পথ বাকি রাখেনি বিরোধীরা। সুপ্রিম কোর্ট যে নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা নেই...

আগামী দু-সপ্তাহ ভাঙা যাবে না এলগিন রোডের তিনটি ছাদ রেস্তরাঁ! পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর...
Exit mobile version