Wednesday, May 7, 2025

রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরিতে বাধা দিতে কোনও পথ বাকি রাখেনি বিরোধীরা। সুপ্রিম কোর্ট যে নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা নেই বলে রায় দিয়েছে, সেখানেও বিরোধীদের চক্রান্ত অব্যাহত। এর মধ্যে সবথেকে বেশি নাটকের শিকার এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। সুপার নিউমেররি (super numerary) পদ তৈরি করে তাঁদের চাকরি দেওয়ার পদ্ধতিতে গায়ে জ্বালা রাজ্যের বিরোধীদের। তবে হাইকোর্টের (Calcutta High Court) স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় নিয়োগে বাধা নেই, ইঙ্গিত কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণে।

সম্প্রতি এসএলএসটি মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন বিচারপতি বিশ্বনাথ বসু। প্রধান বিচারপতি এরপর কার এজলাসে মামলা শোনা হবে, তা নির্ধারণ করবেন। মঙ্গলবারও এই মামলা শোনেন বিচারপতি বসু।

সেই শুনানিতেই বিচারপতি পর্যবেক্ষণে জানান, ২০১৬ এসএলএসটি (SLST) সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগের উপর হাই কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে রাজ্যের তরফ থেকে নিয়োগে কোন সমস্যা নেই। পাল্টা সিপিআইএমের আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্য দাবি করেন যেন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়। ঠিক যেভাবে এতদিন তাঁরা নিয়োগে বাধা হয়েছিলেন, একই প্রতিফলন মঙ্গলবারও দেখা যায়।

এর আগে এই মামলার শুনানিতে সুপার নিউমেরারি পদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পেশ করেছিল রাজ্য। এই মামলায় রাজ্যের উপর স্থগিতাদেশ না থাকায় রাজ্যের নিয়োগে কোন বাধা নেই বলে পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বনাথ বসুর। এই সম্পর্কে রাজ্যের বক্তব্য বুধবার আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version