অভিষেকের বিদেশযাত্রা নিয়ে বিরোধীদের কু.ৎসার ক.ড়া জবাব দিলেন কুণাল 

লজ্জার কথা, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে চলছে বিরোধীদের কুৎ.সিত, কুরু.চিকর আক্র.মণ। কুৎ.সাকারীদের বাড়ির কেউ কি কখনও অ.সুস্থ হননি?

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বিদেশযাত্রা নিয়ে বিরোধীদের কুৎসার কড়া জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আইনসম্মতভাবে বিদেশ গিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গিয়েছেন চোখের চিকিৎসা করাতে। নিছক চোখের পাওয়ার দেখাতে যাচ্ছেন না তিনি। ভয়ঙ্কর দুর্ঘটনায় তাঁর চোখের মণির ধারণক্ষমতা চুরমার হয়ে গিয়েছিল। কলকাতা থেকে শুরু হয়েছিল একের পর এক অস্ত্রোপচার। কিন্তু সম্পূর্ণ সুস্থতা পাননি তিনি। এখন তাঁর চিকিৎসাপ্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞরা। লজ্জার কথা, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে চলছে বিরোধীদের কুৎসিত, কুরুচিকর আক্রমণ। কুৎসাকারীদের বাড়ির কেউ কি কখনও অসুস্থ হননি?

 

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিদেশযাত্রা নিয়ে তাঁর আইনজীবী সঞ্জয় বসুও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চিকিৎসার প্রয়োজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশযাত্রা। তাঁর বিদেশযাত্রার অধিকারে কোনও নিষেধাজ্ঞা থাকতে পারে না- এটি তাঁর মৌলিক অধিকার। প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েই তিনি রওনা হয়েছেন। এর আগেও চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনে অনেকবারই বিদেশ গিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বিভিন্ন সময়ে তাঁর বিদেশযাত্রার অধিকার স্বীকার করে নিয়েছে। এরপরেও কোনও বিশেষ উদ্দেশে কোনও অসত্য খবর বা গুজব ছড়ানো হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।