সুপ্রিম-নির্দেশ অবমাননা মামলা: ১ মে রাজ্য-SSC-র যুক্তি শুনবে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ

এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার মামলায় রাজ্য ও SSC-র যুক্তি শোনা হবে। সোমবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ জানাল ১ মে মামলার পরবর্তী শুনানিতে এই যুক্তি শোনা হবে। বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চই ২০১৬-র প্যানেলের প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল করে।

গত ৩ এপ্রিল এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন নিয়োগের জন্য নোটিশ দেয় এসএসসি। ‘অযোগ্য’ প্রার্থীদের বেতন ফেরতেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। গত শুনানিতে রাজ্য জানিয়েছিল, এই মামলাটি কোনও গ্রহণযোগ্যতা নেই। কারণ এই মামলার রায় শীর্ষ আদালত দিয়েছে। সুতরাং আবেদন করলে সেটি সুপ্রিম কোর্টে করা উচিত। যদিও পাল্টা মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya) জানান, হাইকোর্টের নিজস্ব অধিকার রয়েছে অবমাননার মামলা শোনার। কেরালা হাই কোর্টের রায় এবং দিল্লি হাইকোর্টের একটি মামলার ক্ষেত্রে আদালত অবমাননার মামলা শুনেছিল।
আরও খবর: প্রাথমিকের চাকরি বাতিল মামলায় ‘পেপার বুক’ জমার নির্দেশ, বলতে চেয়ে সওয়াল কল্যাণের

এদিন মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। মামলাকারীদের আইনজীবী এ দিন যে যুক্তি দিয়েছেন, ১ মে মামলার পরবর্তী শুনানিতে তার পাল্টা রাজ্য ও এসএসসির বক্তব্য শুনবে হাইকোর্ট।