রাজ্যে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গি৷ সতর্ক প্রশাসনও৷ ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর এসেছে৷ যদিও, ডেঙ্গিতেই তাঁদের মৃত্যু নাকি অন্য কোনও কারণে, তা স্পষ্ট নয়৷ শুধুমাত্র এই সপ্তাহেই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন৷ এর মধ্যে নদিয়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এদিন নবান্নে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি৷ কী ভাবে, কোন উপায়ে ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা করা হবে, জেলাগুলির কী ভূমিকা থাকবে, এই সব কিছু নিয়েই আলোচনা হয় এই বৈঠকে৷
পরিসংখ্যান বলছে, চলতি সপ্তাহে নদিয়া জেলায় মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত। নদিয়ার রানাঘাট মিউনিসিপ্যালিটি এলাকার একাধিক অঞ্চল এবং রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েত এখন প্রশাসনের চিন্তার বিষয়। সেই কারণেই বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ে এই তিন জেলাকে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্যসচিব।
যে সমস্ত জায়গায় ডেঙ্গি বাড়ছে, সেখানে সবরকম পদক্ষেপ করতে তিনি নির্দেশ দিয়েছেন।এদিনের বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদের পাশাপাশি পঞ্চায়েত
সচিব পি উল্গানাথন উপস্থিত ছিলেন।স্বাস্থ্য সচিব সহ রাজ্যের স্বাস্থ্যকর্তারাও ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন। স্বাস্থ্যকর্তাদের কলকাতা পুরসভার সঙ্গে সমন্বয় বজায় রাখতে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।ডেঙ্গি পরীক্ষা থেকে শুরু করে হাসপাতালে বেডের বন্দোবস্ত সবরকম ব্যবস্থাপনা মসৃণ করতে বলা হয়েছে।
চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ডেঙ্গি টেস্ট করা হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৯৮৬ জনের, যার মধ্যে পজিটিভ এসেছে ৩ হাজার ৩৬৯ জনের।