Friday, November 7, 2025

ডে*ঙ্গি নিয়ে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন, সচেতনতা বৃদ্ধিতে জোড়

Date:

রাজ্যে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গি৷ সতর্ক প্রশাসনও৷ ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর এসেছে৷ যদিও, ডেঙ্গিতেই তাঁদের মৃত্যু নাকি অন্য কোনও কারণে, তা স্পষ্ট নয়৷ শুধুমাত্র এই সপ্তাহেই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন৷ এর মধ্যে নদিয়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এদিন নবান্নে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি৷ কী ভাবে, কোন উপায়ে ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা করা হবে, জেলাগুলির কী ভূমিকা থাকবে, এই সব কিছু নিয়েই আলোচনা হয় এই বৈঠকে৷

পরিসংখ্যান বলছে, চলতি সপ্তাহে নদিয়া জেলায় মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত। নদিয়ার রানাঘাট মিউনিসিপ্যালিটি এলাকার একাধিক অঞ্চল এবং রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েত এখন প্রশাসনের চিন্তার বিষয়। সেই কারণেই বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ে এই তিন জেলাকে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্যসচিব।
যে সমস্ত জায়গায় ডেঙ্গি বাড়ছে, সেখানে সবরকম পদক্ষেপ করতে তিনি নির্দেশ দিয়েছেন।এদিনের বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদের পাশাপাশি পঞ্চায়েত
সচিব পি উল্গানাথন উপস্থিত ছিলেন।স্বাস্থ্য সচিব সহ রাজ্যের স্বাস্থ্যকর্তারাও ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন। স্বাস্থ্যকর্তাদের কলকাতা পুরসভার সঙ্গে সমন্বয় বজায় রাখতে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।ডেঙ্গি পরীক্ষা থেকে শুরু করে হাসপাতালে বেডের বন্দোবস্ত সবরকম ব্যবস্থাপনা মসৃণ করতে বলা হয়েছে।এছাড়াও, ডেঙ্গি কেন বাড়ছে, তা নিয়ে পর্যালোচনা করতে বলেছেন দ্বিবেদী। জানিয়েছেন, এলাকার সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা নজর রাখতে হবে। এলাকাবাসীদেরও সচেতন করতে হবে, যাতে সবাই মশারি টাঙায় ও জল জমতে না দেয়।এছাড়াও জেলায় জেলায় ও ব্লকে ব্লকে ডেঙ্গি সপ্তাহ পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এলাকার জনপ্রতিনিধিদের নিয়েই প্রচার চালাতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে, কী করা উচিত এবং কী করা উচিত নয়।

চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ডেঙ্গি টেস্ট করা হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৯৮৬ জনের, যার মধ্যে পজিটিভ এসেছে ৩ হাজার ৩৬৯ জনের।

 

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version