ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা

এদিকে ক্লাবের প্রতিষ্ঠাদিবসে জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন গোলরক্ষক তরুণ বসু এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্যকে। সেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন ক্লেটন সিলভা

১ আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাদিবসে এবার ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা। প্রতিবছরই ইস্টবেঙ্গল দিবসে বিশেষ ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। তবে বার অভিনবত্ব দেখাচ্ছে ক্লা। এই বছর রতন টাটাকে ক্লাবের তরফে সর্বোচ্চ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় ফুটবলে টাটার ভূমিকা বিশাল। টাটা ফুটবল অ্যাকাডেমি বা টিএফএ দেশের অন্যতম সেরা ফুটবল অ্যাকাডেমি। বছরের পর বছর বহু কৃতী ফুটবলার উঠে এসেছে ভারতীয় ফুটবলে। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছেন টিএফএ থেকে উঠে আসা অন্তত ২৮ জন ফুটবলার। এই নিয়ে ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা এই বছর রতন টাটাকে ভারত গৌরব সম্মান দিচ্ছি। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ওঁনার যা অবদান তাতে উনি আমাদের কাছে সম্রাট। আগামী বছর নীতা আম্বানিকে এই সম্মান দেওয়ার কথা ভাবছি। à§§ আগস্ট অনুষ্ঠানে রতন টাটা থাকতে না পারলে আমরা ওঁনার কাছে গিয়ে সম্মান তুলে দেব।”

এদিকে ক্লাবের প্রতিষ্ঠাদিবসে জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন গোলরক্ষক তরুণ বসু এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্যকে। সেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন ক্লেটন সিলভা, যিনি গত বারের আইএসএলে ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন। সেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মানে সম্মানিত করা হবে মহেশ সিং নাওরেমকে। ১ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস পালন।

আরও পড়ুন:নিরাপত্তাই কারণ, বদলে যেতে পারে ভারত-পাকিস্তান ম‍্যাচ, ইঙ্গিত বোর্ড সচিবের