Monday, November 10, 2025

ফের ‘INDIA’কে জ.ঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা মোদির, পাল্টা তোপ রাহুলের

Date:

আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে বিরোধীদের জোট INDIA ঘুম ছুটিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। যার জেরেই লাগাতার বিরোধীদের আক্রমণ শানিয়ে যাচ্ছেন তিনি। এর আগে নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে জোটের তুলনা টেনেছিলেন মোদি, এবার রাজস্থান সফরে গিয়ে ফের ‘ইন্ডিয়া’কে নিশানায় নিলেন তিনি। এবার নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ‘সিমি’ (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া)-র সঙ্গে ইন্ডিয়ার তুলনা টানলেন তিনি। অন্যদিকে পাল্টা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী(Rahul Gandhi)।

বৃহস্পতিবার রাজস্থানের শেখাবতী অঞ্চলের সীকরে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানেই বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি ‘সিমি’ (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া)-র তুলনা টেনেছেন। মনে করিয়ে দিয়েছেন, ১০ মাস আগে তাঁর সরকার ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ)-এ যে ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ (পিএফআই)-কে নিশানা করেছে, সিমি তারই পূর্বসুরি। দু’ক্ষেত্রেই ‘ইন্ডিয়া’ নাম রয়েছে জানিয়ে মোদির মন্তব্য “বিরোধী জোটের নামের আড়ালে লুকিয়ে রয়েছে পাপ।” কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে ভারতের উপর হামলা চালানোর জন্যই ওই সংগঠন তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি! পাশাপাশি তিনি বলেন, “জালিয়াতির দায়ে বদনাম হয়ে যাওয়া কোম্পানি যেমন নাম বদলে ফেলে, তেমনই নানা দুর্নীতি অভিযুক্ত ইউপিএ নাম বদলেছে। দুর্নীতি আর প্রতারণার ইতিহাস আড়াল করতেই বদলানো হয়েছে নাম।” দেশবিরোধী শক্তি যে কৌশলে ভারতকে দুর্বল করতে চায়, ‘ইন্ডিয়া’-ও সেই কৌশল নিচ্ছে বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে আবার ব্রিটিশ ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র প্রসঙ্গ তোলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, “ওঁরাই (বিরোধীরা) গালওয়ানে শহিদ ভারতীয় সেনার শৌর্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ‘টুকরে টুকরে গ্যাং’-এর সঙ্গে হাত মিলিয়েছিলেন।”

তবে মোদির মন্তব্যের পাল্টা দিয়ে এদিন এক টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুর ইস্যুতে মোদিকে তুলোধনা করে এক ভিডিও বার্তায় রাহুল বলেন, “আপনারা জানেন, কেন মণিপুর ইস্যুতে নিশ্চুপ রয়েছেন প্রধানমন্ত্রী? কারণ তিনি জানেন তাঁর আদর্শের জন্যই মণিপুর আজ জ্বলছে।” একইসঙ্গে তিনি বলেন, “মণিপুরে কী হচ্ছে আপনারা সকলেই দেখেছেন। দেশের প্রধানমন্ত্রী কী করে এই নিয়ে উদাসীন, কেন কিছু বলছেন না? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে। নিশ্চয়ই ভাবছেন বিমানে চেপে কেন ইম্ফল জাচ্ছেন না তিনি। আশ্চর্য হয়ে যাচ্ছেন তো? আসলে উনি তো RSS-এর প্রধানমন্ত্রী। মণিপুরের সঙ্গে ওঁর কোনও লেনদেন নেই। মণিপুরের মা-বোন-মেয়েরা যে আঘাত পেয়েছেন, তাতে নরেন্দ্র মোদির কিছু যায় আসে না।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version