ভারতীয় নৌসেনার (Indian Navy) নির্ভরযোগ্য রণতরী আইএনএস বিক্রান্ত(INS Vikrant) । এই মুহূর্তে যা রয়েছে কেরলের কোচিতে (Kochi)। গতকাল গভীর রাতে ১৯ বছরের এক নৌসেনা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল রণতরী থেকে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, তদন্তকারী বোর্ড গঠন করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

মৃতসেনা তরুণ অগ্নিবীর নন, একজন নিয়মিত ক্যাডার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁর বাড়ি বিহারের মুজাফফরপুরে। কী কারণে আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। এর আগে রণতরী আইএনএস ব্রহ্মপুত্রেও এক নৌসেনাকর্মীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। সে ক্ষেত্রে অবশ্য দুর্ঘটনায় মৃত্যু বলে জানায় নৌসেনা। তবে ১৯ বছরের তরুণের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

