Friday, December 19, 2025

অমর্ত্য সেনকে সমর্থন করায় শাস্তি বিশ্বভারতীর!সাসপেন্ড পড়ুয়াকে

Date:

Share post:

জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে সমর্থন করায় শাস্তি! অমর্ত্যের পক্ষ নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোপের মুখে পড়েন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। বুধবার সাসপেন্ড করার পাশাপাশি ওই পড়ুয়াকে শো-কজও করা হয়েছে। এমনকি চিঠিতে শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ‘কাওয়ালেয়া’ গার্ল তামান্নার আঙুলে পেল্লাই হিরে! চমকে গেলেন ফ্যানেরা

বিশ্বভারতীর পল্লিশিক্ষা ব্যবস্থাপনা কর্মসূচি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র সোমনাথ সৌ। অমর্ত্যকে সমর্থনের পাশাপাশি বিশ্বভারতী নিয়ে নানা বিতর্কিত বিষয়েও ফেসবুকে লিখেছিলেন তিনি। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষের ক্ষোভের মুখে পড়েন। সমাজমাধ্যমে পোস্ট করার জন্য সোমনাথের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, ছাত্র-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় একাধিক বিতর্কিত পোস্ট করায় নিয়ম লঙ্ঘন করেছেন ওই ছাত্র। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সর্বসম্মতি ক্রমে তৃতীয় সেমিস্টারে সোমনাথকে সাসপেন্ড করা হয়েছে। পড়ুয়াদের একাংশের মতে, তৃতীয় সেমিস্টার স্থগিত করা মানেই প্রায় এক বছর নষ্ট হওয়া।


প্রসঙ্গত, জমি বিতর্কের জেরে নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জল সংঘাত এতটাই চরমে উঠেছে যে তার জল গড়িয়েছে হাই কোর্ট পর্যন্ত। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারও। তবুও জমি বিতর্কে এখনও থামতেই চাইছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি নিজস্ব মতামত নিজের সমাজমাধ্যমে পোস্ট করতেই পড়ুয়াকে চরম শাস্তি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...