রাজ্যপালকে ফেলেই উড়ে গেল বিমান, ক্ষুব্ধ আধিকারিকরা

বৈধ টিকিট নিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল(Govornor)। তাঁর জিনিসপত্রও তুলে দেওয়া হয় বিমানে। কিন্তু রাজ্যের প্রথম নাগরিক রাজ্যপালকে না নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেল এয়ার এশিয়ার(Air Asia) বিমান। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের(Karnataka) রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের সঙ্গে। পরে অন্তত দেড় ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করার পর পরের বিমানে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদে যাওয়ার কথা ছিল কর্ণাটকের রাজ্যপালের। বৃহস্পতিবার দুপুরে কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার বিমান ধরতে পৌঁছন তিনি। রাজ্যপাল পৌঁছনোর আগেই বিমানবন্দরে চলে এসেছিল তাঁর জিনিসপত্র। সেগুলি বিমানে তুলেও দেওয়া হয়। কিন্তু ভিআইপি লাউঞ্জে পৌঁছনোর পর রাজ্যপাল জানতে পারেন, আগেই হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছে বিমান। এদিকে হায়দরাবাদের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের। বিমান বিভ্রাটের জেরে পিছিয়ে যায় অনুষ্ঠানও। এই ঘটনায় রাজ্যপালের দায়িত্বে থাকা আধিকারিকরা ব্যাপক ক্ষুব্ধ হন। কর্তৃপক্ষের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে রাজ্যপালকে ছাড়াই বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনায় জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে বিমানবন্দরে পৌঁছেছিলেন গেহলট। তাই প্রথা মাফিক তাঁকে বিমানে ওঠার অনুমতি দেয়নি সংস্থার কর্মীরা। দেরি হওয়া সত্ত্বেও বিমানে উঠতে চেয়ে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে রাজ্যপাল বিবাদে জড়িয়েছেন বলেও শোনা যায়। এবিষয়ে অবশ্য রাজ্যপাল বা বিমান কর্তৃপক্ষ কারও কোনও তরফেই প্রতিক্রিয়া পাওয়া যায়নি।