বড় বিড়.ম্বনায় ‘বাহুবলী’ প্রভাস, মধ্যরাতে মারা.ত্মক কাণ্ড

বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই হ্যা.কারদের কবলে অভিনেতার ফেসবুক(Facebook ) প্রোফাইল।

‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্কের আঁচ খানিকটা কমেছে বটে, কিন্তু ব্যক্তিগত জীবনে কিছুতেই যেন সমস্যা কাটে উঠতে পারছেন না বাহুবলী অভিনেতা। এবার স্যোশাল মিডিয়া (Social Media) নিয়ে মহা বিপদে প্রভাস(Prabhash)। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই হ্যাকারদের কবলে অভিনেতার ফেসবুক(Facebook ) প্রোফাইল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই কথা নিজেই জানান সুপারস্টার।

বৃহস্পতিবার রাতে প্রভাসের ফেসবুক পেজে পরপর ‘আনলাকি হিউম্যান’ ও ‘বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ নামের দু’টি ভিডিয়ো পোস্ট করা হয়। যে দুটি ভিডিয়োর সঙ্গে প্রভাসের কাজের কোনও যোগাযোগ নেই। কিছুটা অবাক হন অনুরাগীরা। বিষয়টা বোঝার পর অভিনেতা নিজের হ্যাকারদের কবলে পড়ার কথা ফ্যানেদের জানান। তিনি লেখেন, “সবাইকে হ্যালো, আমার ফেসবুক পেজটির সঙ্গে কিছু ঘটেছে। আমার টিম সমস্যা ঠিক করার চেষ্টা করছে।”

আদিপুরুষ সিনেমা প্রভাসের জীবনের ঐতিহাসিক ভুল বলে আখ্যা দিয়েছেন অনুরাগীরা। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও যেভাবে রামায়ণের আধুনিকীকরণ হয়েছিল, তা দেখে ধিক্কার করেছিল সিনেপ্রেমীরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রভাসের আগামী ছবি Kalki 2898 AD- র লুক। ওই ফার্স্টলুকও দর্শকদের খুব একটা পছন্দের হয়নি। তাহলে কি সত্যি সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেতার। নতুন ছবিতে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে কেমিস্ট্রি কি হাল ফেরাবে, সেটাই প্রশ্ন।