Thursday, August 21, 2025

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে বোলারদের প্রশংসায় ভারত অধিনায়ক

Date:

ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের ৫ উইকেটে হারায় রোহিত শর্মারা। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে বল হাতে দাপট কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজার। চার উইকেট কুলদীপের। ম‍্যাচের সেরাও তিনি। তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বোলারদের প্রশংসায় মাতলেন তিনি।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” এই পিচে পেসার এবং স্পিনারদের জন্য অনেক কিছু ছিল। আমাদের বোলারেরা অল্প রানে আটকে রাখে ওদের। আমরা তরুণদের সুযোগ দিচ্ছিলাম এই ম্যাচে। সেই কারণেই তাঁদের আগে ব্যাট করতে পাঠানো হয়। আগামী দিনেও সুযোগ পেলে, এমনটা করা হবে। মাত্র ১১৫ রানের লক্ষ্য থাকায় জানতাম তরুণদের সুযোগ দেওয়া যাবে। আমার মনে হয় না এমন সুযোগ বার বার আসে। আমি ভারতের হয়ে অভিষেক ম্যাচে সাত নম্বরে খেলতে নেমেছিলাম।”

ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের পর, একদিনের ক্রিকেটেও অভিষেক হয় বাংলার বোলার মুকেশ কুমারের। অভিষেক ম‍্যাচে পাঁচ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ম‍্যাচ শেষে মুকেশেরও প্রশংসা করেন রোহিত। ভারত অধিনায়ক বলেন,”মুকেশ দুর্দান্ত। ও বল সুইং করাতে পারে। সেই সঙ্গে গতি আছে। ঘরোয়া ক্রিকেটে আমি ওর খেলা খুব বেশি দেখিনি, কিন্তু আশা করছি ভারতের হয়ে ও নিজেকে উজাড় করে দেবে। পরিস্থিতি যেমনই হোক, আমাদের বোলারদের নিজেদের জায়গায় বল করে যেতে হবে। সেটা এই ম্যাচে ওরা খুব ভাল করেছে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version