Monday, November 10, 2025

“প্রধানমন্ত্রী ঘুমোচ্ছেন”, মণিপুরে ইস্যুতে মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দলত্যাগ বিজেপি মুখপাত্রের

Date:

মণিপুর ইস্যুতে ঘরে-বাইরে চাপের মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবার দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়ল বিজেপি। প্রায় আড়াই মাস ধরে জাতিদাঙ্গায় অগ্নিগর্ভ মণিপুর। হিংসাথামার কোনও লক্ষণ নেই। ডাবল ইঞ্জিন মণিপুরে ব্যর্থ কেন্দ্র-রাজ্য। উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় ক্ষোভ উগরে দল ছাড়লেন বিহার বিজেপির মুখপাত্র বিনোদ শর্মা। তাঁর অভিযোগ, মণিপুরের পরিস্থিতি দেশের মাথা হেঁট করে দিয়েছে। এতবড় ঘটনার পরও প্রধানমন্ত্রী মোদি ঘুমোচ্ছেন। এভাবে দলে থাকা যায় না।

আরও পড়ুনঃঅফিস টাইমে বনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচলে বিভ্রাট! দুর্ভোগে নিত্যযাত্রীরা

এখানেই শেষ নয়। বিরোধীদের সুরেই বিনোদ শর্মা প্রধানমন্ত্রী ও দলের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে মণিপুরের ঘটনা দেশের মুখ পুড়িয়েছে। কিন্তু তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে সরাতে ব্যর্থ প্রধানমন্ত্রী।

সুর চড়িয়ে বর্ষীয়ান নেতা আরও বলেন, কয়েক হাজার লোকের সামনে দু’জন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হল। তারপরও মণিপুরের মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে এমন কয়েকশো ঘটনা ঘটেছে। এটা খুবই ভয়ঙ্কর। এই মন্তব্যই প্রমাণ করে বিজেপি নেতৃত্ব মহিলাদের নিয়ে মোটেই উদ্বিগ্ন নয়। ওই লজ্জাজনক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছেন বিনোদ। এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জিও জানিয়েছিলেন। কিন্তু তাঁর কথায় গুরুত্ব দেওয়া হয়নি দাবি করেই দল ছাড়েন তিনি। বিনোদের কথায়, “বিজেপির হয়ে কাজ করার জন্য আজ লজ্জিত বোধ করছি। ভারাক্রান্ত মনে তাই দল থেকে পদত্যাগ করলাম।” জেপি নাড্ডাকে চিঠি দিয়ে দলত্যাগের কথা জানিয়েছেন তিনি।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version