ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে সহজ জয় ভারতের, ওয়েস্ট-ইন্ডিজকে হারাল ৫ উইকেটে

ভারতের হয়ে বল হাতে চার উইকেট কুলদীপ যাদবের। ম‍্যাচের সেরাও তিনি। অর্ধশতরান ইশান কিষানের। টেস্ট ম‍্যাচের পর একদিনের ক্রিকেটে এদিন অভিষেক হয় মুকেশ কুমারের।

ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন ক‍্যারিবিয়ানদের ৫ উইকেটে হারাল রোহিত শর্মারা। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে বল হাতে চার উইকেট কুলদীপ যাদবের। ম‍্যাচের সেরাও তিনি। অর্ধশতরান ইশান কিষানের। টেস্ট ম‍্যাচের পর একদিনের ক্রিকেটে এদিন অভিষেক হয় মুকেশ কুমারের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় ক‍্যারিবিয়ানদের ইনিংস। ব্রানন্ডন কিং করেন ১৭ রান। ২ রান করেন মায়ার্স। সাই হোপ করেন ৪৩ রান। ১১ রান করেন হিটমায়ার। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। ৪ উইকেট নেন কুলদীপ। ৩ উইকেট নেন জাদেজা। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, মুকেশ কুমার এবং শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে ইশান কিষান। ৫২ রান করেন তিনি। ইশান ছাড়া তেমন কেউ আর বড় রান করতে পারেননি। ৭ রান করেন শুভমন গিল। ১৯ রান করেন সূর্যকুমার যাদব। ১৬ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। ১২ রানে অপরাজিত রোহিত শর্মা। ক‍্যারিবিয়ানদের হয়ে দুই উইকেট নেন গুড়াকেশ মোতি। একটি করে উইকেট নেন, জয়ডেন সিলস এবং কারিয়া।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা