আকাশপথে মহিলা চিকিৎসককে যৌ*ন হে*নস্থা, গ্রেফ*তার অধ্যাপক

চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অধ্যাপককে গ্রেফ*তার করা হয়। যদিও পরবর্তীতে তিনি জামিন পেয়ে যান বলে খবর।

প্রতীকী

দেশে নারী সুরক্ষা (Women safety)প্রশ্নের মুখে। মণিপুর থেকে উত্তরপ্রদেশ সর্বত্রই একই চিত্র। কিন্তু এবার আকাশপথেও সুরক্ষিত নন মহিলারা! মাটি থেকে কয়েক হাজার ফুট উঁচুতেও যৌন হেনস্থার শিকার হতে হল এক ২৪ বছরের তরুণীকে। পেশায় তিনি চিকিৎসক (Doctors)। গত বুধবার দিল্লি থেকে ভোর সাড়ে ৫টার বিমানে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করেন ওই মহিলা চিকিৎসক (Lady Doctor)। তিনি জানান, তাঁর পাশের সিটে বসেছিলেন ৪৭ বছরের এক অধ্যাপক। বিমান ল্যান্ড করার আগে আপত্তিজনকভাবে ওই মহিলার গায়ে মধ্যবয়স্ক ব্যক্তি হাত দেন বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করলে বিমানের ক্রু মেম্বাররা সেখানে পৌঁছে যান। অভিযুক্ত গোটা বিষয়টি অস্বীকার করেন। কিছুটা হলেও বেসামাল পরিস্থিতি তৈরি হয়।

বিমান যাত্রা যে এখন আর নির্বিঘ্নে হচ্ছে না , তার প্রমাণ সাম্প্রতিক কিছু ঘটনায় মিলেছে। এবার দিল্লি থেকে মুম্বই যেতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলেন ২৪ বছরের মহিলা চিকিৎসক। তাঁর সঙ্গে বিমানেই অশালীন আচরণ করেছেন পাশের সিটের যাত্রী (যিনি পেশায় অধ্যাপক), এই অভিযোগ করে বিমান থেকে নামার পর তিনি সাহার থানায় যান। চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অধ্যাপককে গ্রেফতার করা হয়। যদিও পরবর্তীতে তিনি জামিন পেয়ে যান বলে খবর।

 

 

Previous article২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘না’! অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Next article“সিপিএম-বিজেপির দালাল”, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ”বুলডোজার” মন্তব্যে কটাক্ষ কুণালের