Thursday, August 28, 2025

মহাকাশের বুকে ছোট্ট এক বিন্দু, ঠিক যেন নক্ষত্র: টেলিস্কোপে ধরা দিল চন্দ্রযান ৩! 

Date:

চাঁদ জয়ের পথে এগিয়ে চলছে চন্দ্রযান-৩। শুধু ইসরোরই নয় দুনিয়ার নজরবিন্দুকে ভারতের তৈরি এই মহাকাশযান। তীক্ষ্ণ নজর রয়েছে সেটির গতিপথে প্রতিটি পর্যায়ের দিকে। অনন্ত মহাকাশের বুক চিড়ে চাঁদের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। সম্প্রতি আবার ধরা পড়ল সেই ছবি। ভারতের উচ্চাভিলাষী চন্দ্র অভিযান, চন্দ্রযান-৩-এর ছবি ধরা পড়ল এবার পোল্যান্ডের ROTUZ (Panoptes-4) টেলিস্কোপে। বিশাল মহাকাশের মাঝে ছোট্ট একটি বিন্দুর আকারে দেখা যাচ্ছে ভারতের তৈরি এই মহাকাশযানটিকে। মহাকাশ অনুসন্ধানের যাত্রায় এক নতুন মাইলফলক ছুঁতে পারা ভারতের জন্য কিছু সময়ের অপেক্ষা মাত্র।

চন্দ্রযান-৩-এর পরিক্রমার প্রতিটি পর্যায়ে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা তা বুঝতে ROTUZ টেলিস্কোপের মতো স্থল-ভিত্তিক পর্যবেক্ষণগুলি খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর তরফে নিশ্চিত করা হয়েছে মহাকাশযানটি সফলভাবে পঞ্চম কক্ষপথ-উত্থাপন কৌশল সম্পন্ন করেছে। ১ অগাস্ট হবে ট্রান্স লুনার ইনজেকশন অর্থাৎ চাঁদের কক্ষপথে মহাকাশযানটিকে প্রবেশের করানোর প্রক্রিয়া শুরু হবে।

পোল্যান্ডের পর্যেবক্ষণকারী দলের এক সদস্য স্কট টাইলি বলেন, ভূপৃষ্ঠ থেকে বহু দূরে চলে গিয়েছে চন্দ্রযান-৩। এই মুহূর্তে পৃথিবীর শেষ কক্ষপথে রয়েছে সেটি। এদিকে সেই পর্যবেক্ষণকারী দলকে প্রশ্ন করা হয়,  চন্দ্রযান ৩-এর আকাঙ্খিত কক্ষপথের সঙ্গে আসল কক্ষপথের কোনও পার্থক্য রয়েছে কি? এর জবাবে পোলিশ দলের তরফে জানানো হয়, যদি চন্দ্রযান ৩-এর বর্তমান কক্ষপথের সঙ্গে পরিকল্পিত পথের কোনও পার্থক্য থেকেও থাকে, তা পরবর্তিতে সংশোধন করা যাবে। আপাত দৃষ্টিতে চন্দ্রযান ৩ সাফল্যের দিকেই এগোচ্ছে।

প্রসঙ্গত, ১৪ জুলাই দুপুর ২ টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান-৩। সব ঠিক থাকলে আগামী ২৩ অগাস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের তৈরি এই মহাকাশযান।

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version