Sunday, August 24, 2025

দুর্নীতি হয়েছে WBCS পরীক্ষার মাধ্যমে নিয়োগেও! এমন বিস্ফোরক দাবি তুলে শুক্রবার বিকেলে RTI করার জন্য দক্ষিণ কলকাতার মুদিয়ালীতে PSC অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক ও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

PSC অফিসে কীসের RTI? বিরোধী দলনেতার অভিযোগ, সেই সংক্রান্ত তথ্য জানতে চান তিনি। ‘গেট বন্ধ কেন’? এদিন PSC অফিসে পৌঁছেই মেজাজ হারান শুভেন্দু। জানতে চান, ‘মমতা মাইনে দেয়? ডিএ পান না, তাও বিজেপিকে আটকাবেন কেন’? এমন কাণ্ডের পর ফের শুভেন্দুকে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়ার মিথ্যা গল্প ফেঁদে বাজার গরম করতে গিয়ে মুখ পুড়েছে শুভেন্দুর। তাই নজর ঘোরাতে তড়িঘড়ি PSC অফিসে গিয়ে নাটক করছেন শুভেন্দু।

তার আগে টেন্ডার নিয়ে শুভেন্দুর মুখোশ খুলে দেন কুণাল। তৃণমূল মুখপাত্র বলেন, “কাঁথি পুরসভার নথি, সুদীপ্ত সেন কোর্টে চিঠি লিখে বলেছেন, এই শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার, যে তারা তাঁকে কাঁথি পুরসভায় যেতে বাধ্য করেছেন, একটা ভুয়ো আশ্বাস দিয়ে। ২২ তলা বাড়ি! জমি দেবে। যা নাকি ওদের এক্তিয়ারে ছিল না। ব্যাঙ্ক ড্রাফে টাকা নিয়েছে। কয়েক কোটি টাকা নগদ নিয়েছে। ব্যাঙ্ক ড্রাফটি পাওয়া গিয়েছে। কাঁথি পুরসভায়। এটা তোও PMLA-এর অধীনে পড়ছে। ইডি এবার কলার ধরে চোরটাকে নিয়ে আসুক! চোর শুভেন্দু অধিকারী। চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা’!

আরও পড়ুন- মণিপুরকাণ্ডের প্রতিবাদে শহরে প্রতিবাদ মিছিল তৃণমূলের মহিলা ব্রিগেডের

কুণালের আরও বক্তব্য, ”স্বচ্ছতার সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। সরকার মানুষকে পরিষেবা দিচ্ছেন। সেখানে দুর্নীতির অভিযোগ তুলে কাঁচের ঘরে বসে ঢিল মারছ, শুভেন্দু। সারদার চোর, নারদায় FIR কে করেছে? নারদায় শুভেন্দুকে কে চোর করে বলেছে? বিজেপি বলেছে। কোন সালে বলেছে? ২০১৬ সালে বলেছে। কোথা থেকে বলেছে? বিজেপি পার্টি অফিস থেকে বলেছে। কী দেখিয়েছে বলেছে? ভিডিয়ো দেখিয়ে বলেছে। ঘুষখোর শুভেন্দু, চোর শুভেন্দু! নির্লজ্জ, বেহায়া। অমিত শাহের জুতো পালিশ করতে গিয়েছে গ্রেফতারি থেকে বাঁচতে। তার বড় বড় কথা’!

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version