Saturday, November 15, 2025

মণিপুরকাণ্ডের প্রতিবাদে শহরে প্র.তিবাদ মিছিল তৃণমূলের মহিলা ব্রিগেডের

Date:

মণিপুরে(Manipur) মহিলাদের উপর ঘটে চলা একের পর এক নির্মম ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করল তৃণমূলের মহিলা ব্রিগেড। শুক্রবার ওয়েলিংটন থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস(TMC)। মিছিলের নেতৃত্বে ছিলেন আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya), মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। আগামী ১ মাস ধরে এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন মিছিলে বেরিয়ে তৃণমূল নেত্রী তথা আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এই ঘটনার নিন্দা করার ভাষা গোটা ভারতের মেয়েদের নেই। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা জেলায় জেলায় প্রতিবাদ জানাব। জোটের নেতৃত্ব যেমন প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছে আমারাও তার দাবি জানাচ্ছি।”
অন্যদিকে, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, “আমরা অবাক যে এই অরাজকতা নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলছেন না। প্রতিবাদ চলবেই। প্রধানমন্ত্রী নিজের জেদে রয়েছেন আমরাও জেদ বজায় রাখব।”

উল্লেখ্য, গত ৩ মাস ধরে রণক্ষেত্র উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর। তবে সেখানকার পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ রাজ্য ও কেন্দ্রের সরকার। লাগাতার খুন, অগ্নিসংযোগ ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটে চলেছে সেখানে। এই ইস্যুতে সরগরম সংসদও। সম্প্রতি মণিপুর ঘুরে এসে সেখানকার ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছে তৃণমূলের প্রতিনিধি দল। আগামী শনি ও রবিবার নবগঠিত ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে ২৬ জনের প্রতিনিধি দল মণিপুরে রওনা দিচ্ছে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version