Friday, November 14, 2025

মণিপুরকাণ্ডের প্রতিবাদে শহরে প্র.তিবাদ মিছিল তৃণমূলের মহিলা ব্রিগেডের

Date:

মণিপুরে(Manipur) মহিলাদের উপর ঘটে চলা একের পর এক নির্মম ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করল তৃণমূলের মহিলা ব্রিগেড। শুক্রবার ওয়েলিংটন থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস(TMC)। মিছিলের নেতৃত্বে ছিলেন আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya), মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। আগামী ১ মাস ধরে এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন মিছিলে বেরিয়ে তৃণমূল নেত্রী তথা আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এই ঘটনার নিন্দা করার ভাষা গোটা ভারতের মেয়েদের নেই। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা জেলায় জেলায় প্রতিবাদ জানাব। জোটের নেতৃত্ব যেমন প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছে আমারাও তার দাবি জানাচ্ছি।”
অন্যদিকে, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, “আমরা অবাক যে এই অরাজকতা নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলছেন না। প্রতিবাদ চলবেই। প্রধানমন্ত্রী নিজের জেদে রয়েছেন আমরাও জেদ বজায় রাখব।”

উল্লেখ্য, গত ৩ মাস ধরে রণক্ষেত্র উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর। তবে সেখানকার পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ রাজ্য ও কেন্দ্রের সরকার। লাগাতার খুন, অগ্নিসংযোগ ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটে চলেছে সেখানে। এই ইস্যুতে সরগরম সংসদও। সম্প্রতি মণিপুর ঘুরে এসে সেখানকার ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছে তৃণমূলের প্রতিনিধি দল। আগামী শনি ও রবিবার নবগঠিত ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে ২৬ জনের প্রতিনিধি দল মণিপুরে রওনা দিচ্ছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version