Sunday, August 24, 2025

হিং.সাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে বি.বস্ত্র করে ঘোরানোর জের! ভিডিওকাণ্ডে FIR দায়ের CBI-র

Date:

দুই মহিলাকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে ঘোরানোর জের। সেই নৃশংস ঘটনায় এবার এফআইআর (FIR) দায়ের করল সিবিআই (CBI)। শনিবার এক সংবাদ সংস্থা সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে। মণিপুরের (Manipur) সেই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হতেই চরম নিন্দার মুখে পড়ে মোদি সরকার(Modi Govt)। তড়িঘড়ি বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই সিবিআই-র হাতে তুলে দেওয়া হয়েছিল তদন্তভার। ৪ মে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে বলে জানাল সিবিআই। মণিপুরের এই ঘটনার তদন্তভার বৃহস্পতিবারই সিবিআইয়ের হাতে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বিরোধীদের অভিযোগ, ঘটনা ঘটে যাওয়ার এতদিন পরে কেন এফআইআর দায়ের করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন বেছে বেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ক্ষেত্রে এত ঢিলেমি দেখা যাচ্ছে তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে।

এর আগে ঘটনার ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। যে ব্যক্তি সেই ভিডিয়ো তুলেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাজেয়াপ্ত হয়েছে ভিডিও তোলা সেই মোবাইলটিও। জানা যায়, ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়। সেই ঘটনায় নির্যাতিতা মহিলাদের পরিবারের দুই সদস্যকেও খুনের অভিযোগ ওঠে। চলতি বছরের গত ৪ মে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁদের গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ ওঠে। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনার নিন্দায় সরব হয় দেশ। এরপর নানা মহলে নিন্দার ঝড় ওঠে। তারপরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

এদিকে শনিবারই চূড়াচাঁদপুরের হিংসা কবলিত মণিপুরিদের সঙ্গে দেখা করতে যান খোদ রাজ্যপাল অনুসুইয়া উইকে। তিনি বলেন, মানুষ প্রশ্ন করছে, কবে শান্তি ফিরে আসবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এখানে শান্তি ফিরিয়ে আনা যায়। উভয় সম্প্রদায়ের মানুষ যেন একে অপরের সঙ্গে কথা বলেন। এদিকে শনিবার উত্তর-পূর্বের ওই রাজ্যে গিয়েছেন ‘ইন্ডিয়া’র সাংসদরা।

 

 

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version