Monday, November 10, 2025

অক্টোবরে শুরু ক্রিকেট বিশ্বকাপ, কবে থেকে শুরু টিকিট বিক্রি?

Date:

Share post:

চলতি বছরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। প্রথমবার ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। প্রকাশিত হয়ে গিয়েছিল সূচি। তবে কিছু কারণে বিশ্বকাপের সূচীতে বদল আসতে পারে। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত ক্রিকেটপ্রেমীরা। ভারতের ক্রিকেটপ্রেমীরা অনেকদিন ধরেই জানতে চাইছেন কবে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। আর জানা যাচ্ছে, ১০ আগস্ট থেকে শুরু হতে পারে টিকিট বিক্রি।

সূত্রের খবর,অনলাইনে বিশ্বকাপের ম্যাচের টিকিট দেওয়া হবে ১০ আগস্ট থেকে। বিষয়টি নিয়ে আয়োজক কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হয়। এর আগে, বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ বলেছিলেন,”যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সময়সূচী নিয়ে চলতে থাকা সমস্যা সমাধান করা হবে। তিনটি পূর্ণ সদস্য দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। তিনটি সদস্য দেশ সময়সূচী পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। তবে এক্ষেত্রে শুধুমাত্র তারিখ এবং সময় পরিবর্তন করা হবে, ভেন্যু পরিবর্তন করা হবে না। খেলাগুলির মধ্যে যদি ছয় দিনের ব্যবধান থাকে, আমরা তা কমিয়ে ৪-৫ দিন করার চেষ্টা করছি।” পাশাপাশি তিনি আরও জানান, “তিন-চার দিনের মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আইসিসির সঙ্গে আলোচনা করে পরিবর্তন করা হবে।”

এদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচের সময়সূচী বদল হবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে, জয় শাহ বলেন, “আমি আগেই বলেছি, কয়েকটি সদস্য বোর্ড আইসিসিকে চিঠি দিয়েছে এবং শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।” শোনা যাচ্ছে নিরাপত্তা এজেন্সিগুলি বিসিসিআইকে নবরাত্রি উৎসবের কারণে তারিখ বদলানোর জন্য আবেদন জানিয়েছে। একটি সূত্রের খবর জানা গিয়েছে যে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন এবং এই দিন রাস্তায় প্রচুর মানুষ উৎসবে আনন্দে মেতে থাকেন। সেই সময়ে একই সঙ্গে ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ করানো কঠিন বলে জানানো হয়েছে। সে কারণেই তারিখ বদলানোর প্রসঙ্গ এসেছে। নবরাত্রি নয়, বিশ্বকাপ চলাকালীন দশেরা এবং দীপাবলির মতো বিরাট উৎসব হবে গোটা বিশ্ব জুড়ে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১০টি শহরে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

আরও পড়ুন:ল্যান্ডমাইন বি.স্ফোরণে উ.ড়ে গিয়েছিল পা, সেই প্রাক্তন সেনা কর্মীরাই এবার প‍্যারা এশিয়ান গেমসে

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...