জমিজট ও ট্রাফিক সমস্যা কাটিয়ে এয়ারপোর্ট-কবি সুভাষ মেট্রো রুটের গুরুত্বপূর্ণ নবদিগন্ত স্টেশনের কাজ শুরু হতে চলেছে। আগামী সোমবার ৩১ জুলাই থেকে ওই স্টেশনের নির্মাণ কাজ শুরু করবে নির্মাণকারী সংস্থা আরভিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড। শনিবার এক বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এই স্টেশন নির্মাণের কাজ আটকে থাকায় এই রুটের পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার সব অনিশ্চয়তা কাটিয়ে কাজ শুরু হওয়ায় সবমহলেই স্বস্তি।
আরও পড়ুন- IS.I চর! মার্কিন দূতাবাসের সামনে আ.টক পা.ক মহিলাকে ঘিরে তুমুল চা.ঞ্চল্য