Tuesday, August 26, 2025

নির্দল প্রার্থীকে সমর্থনের খেসারত! ম.র্মান্তিক পরিণতি নদিয়ার বাসিন্দার  

Date:

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) শেষ হলেও রাজ্যে লাগাতার অশান্তির চেষ্টা বিরোধীদের। এবার সেই অশান্তির বলি এক ব্যক্তি। এবার ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার (Nadia) নাকাশিপাড়া (Nakashipara)। পুলিশ সূত্রে খবর, নির্দল প্রার্থীকে সমর্থন করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাতে নাকাশিপাড়ার বীরপুরে মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম খবির শেখ। তিনি নদিয়ার নাকাশিপাড়ার বীরপুরের বাসিন্দা। অভিযোগ, শুক্রবার রাতে ১০-১২ জনের এক দুষ্কৃতীদল খবিরের বাড়িতে চড়াও হয়। তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে দুষ্কৃতীরা। পরে উঠোনে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আর বিষয়টি নজরে আসতেই বাড়ির লোকজনেরা চিৎকার করতে শুরু করেন। সেই চিৎকার শুনেই প্রতিবেশীরা একে একে জড়ো হতে শুরু করেন। পরে বেগতিক পরিস্থিতি বুঝে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা। কিন্তু ততক্ষণে প্রায় আধমরা অবস্থা খবিরের। এরপরই তড়িঘড়ি বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই খবিরকে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে কারা ওই ব্যক্তিকে খুন করল? এর পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

 

 

Related articles

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...
Exit mobile version