Wednesday, November 12, 2025

‘বন্দু.ক হাতে চন্দ্রচূড়কে মণিপুর পাঠানো হোক’! প্রধান বিচারপতির অবমাননায় ধৃত লেখক

Date:

গত তিন মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর(Manipur)। এই ইস্যুতেই দেশের প্রধান বিচারপতিকে(Chief Justice) অবমাননার অভিযোগে গ্রেফতার করা হলো প্রসিদ্ধ লেখক বদ্রি শেষাদ্রীকে(Badri Shesadri)। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে মণিপুর ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ব্যাপক সমালোচনা করেন ওই লেখক। তার জেরেই গ্রেফতার(Arrest) করা হলো তাঁকে।

সম্প্রতি মণিপুর ইস্যুতে সাক্ষাৎকার দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনা করে সীমা লঙ্ঘন করেন বদ্রি শেষাদ্রি। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে কেন্দ্র কিছু না করতে পারলে আমরা করব। কী করবেন তাঁরা?” এরপরই সরাসরি প্রধান বিচারপতিকে নিশানায় নিয়ে তিনি জানান, “তাহলে ডিওয়াই চন্দ্রচূড়ের হাতে একটি বন্দুক দিয়ে তাঁকে মণিপুর পাঠানো হোক। দেখা যাক তিনি শান্তি ফেরাতে পারেন কিনা।” দেশের প্রধান বিচারপতিকে অবমাননা করে লেখকের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় তামিলনাড়ুর এক থানায়। এই এফআইআরের ভিত্তিতে শনিবার তাঁকে গ্রেফতার করলো পুলিশ।

মনিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সেখানে পৌঁছেছেন ইন্ডিয়া জোটের ২০ সদস্যের প্রতিনিধিদল। নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখে বিশেষ চপারে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই দলে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী গিয়েছেন মণিপুর সফরে। এছাড়া মোট ১৬ টি দলের ২০ জন প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছেন। সংসদীয় প্রতিনিধি দল আজ ও আগামিকাল মণিপুরের হিংসা বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শন করবেন। কথা বলবেন কুকি ও মেইতেই গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version