Saturday, May 3, 2025

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে সং.কট পুরোপুরি কাটেনি

Date:

শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত পর্যবেক্ষণে থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Former CM Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার (Health condition) সামান্য উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তন্দ্রাচ্ছন্ন হলেও ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। যদিও শ্বাসনালী আর ফুসফুসের সংক্রমণের কারণে এখনই পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না বলেই মত চিকিৎসকদের।

বাই ল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। হাইডোজের অ্যান্টিবায়োটিক প্রভাব ফেলছে কিডনিতে, স্বাভাবিকের থেকে সামান্য বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ৩ দিন কার্যত অভুক্ত ছিলেন বুদ্ধবাবু। শরীরে কমেছে জলের পরিমাণ। তাই স্যালাইন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে খাওয়ানো সম্ভব হয়েছে। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন ভট্টাচার্য। আজ সকাল থেকেই বাম দলের বিভিন্ন নেতারা বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান। বর্ষীয়ান নেতা বিমান বসু থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে আজ দেখা যায়। গতকাল রাতে বিজেপির সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন। টুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

 

বেশ কিছু পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় বুকে সিটি স্ক্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আজ এই পদ্ধতি কতটা করা সম্ভব তা নিয়ে দুপুরে মেডিক্যাল বোর্ডের একটি বৈঠক হয়।বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে বিমান বসু বলেন “নতুন কোনও কথা নেই। সূর্যকান্ত মিশ্র বোর্ডের বৈঠকে ছিলেন। চিকিৎসকরা প্যারামিটারগুলি দেখছেন। নতুন কিছু নেই তাতে। তবে অবশ্যই কালকের থেকে উন্নতি হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি” । গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে দাবি সূর্যকান্ত মিশ্রর। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মুহূর্তের ব্লাড প্রেসার ১৪০/৮০, অক্সিজেন স্যাচুরেশন ৯৮% মতো রয়েছে। শনিবার থেকে যে তন্দ্রাভাব ছিল সেটাও অনেকটা কমেছে।

 

 

 

 

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version