Wednesday, August 27, 2025

আগামী ৫ বছরে বাংলার অর্থনীতি কুয়েতের সমান হতে পারে! কী বলছে SBI-এর রিপোর্ট

Date:

উন্নয়নের মাধ্যমে বিরোধীর কুৎসার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সেই উন্নয়নের জেরেই এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি। সমৃদ্ধির এই গতি আগামী ৫ বছরে রাজ্যের অর্থনীতিকে কুয়েতের (Kuwait) অর্থনীতির সমতুল্য করে তুলতে পারে। এটা শাসকদলের কোনও প্রচার নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এক সাম্প্রতিক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

আগামী ৪-৫ বছরের মধ্যেই রাজ্যের GDP একটা দৃষ্টান্তমূলক অঙ্কে পৌঁছে যাবে বলে আশা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবর্ষে জিডিপি দাঁড়াবে ২০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। দেশের মোট অর্থনীতির ৪ শতাংশ জুড়ে থাকবে বাংলার অর্থনীতি। পৌঁছে যাবে কুয়েতের অর্থনীতির সমপর্যায়ে। ভারতের মধ্যে বাংলার স্থান হবে দ্বিতীয়। প্রথমে মহারাষ্ট্র।

৩৪ বছরের বাম শাসনকালে কীভাবে বাংলার অর্থনীতি ধ্বংস হয়েছিল, সেটা বিভিন্ন রিপোর্টে প্রকাশ। ঋণে ডুবিয়ে দিয়ে গিয়েছিল গোটা রাজ্যকে। নাভিশ্বাস উঠেছিল কৃষি এবং শিল্পের। ২০১১-তে শাসনক্ষমতায় এসে বাংলাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিকল্প অর্থনীতির সাফল্যে ক্রয়ক্ষমতা বেড়েছে রাজ্যের সাধারণ মানুষের। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো অজস্র সমাজিক কল্যাণ প্রকল্পের দৌলতে দুরন্ত গতি এসেছে অর্থনীতিতে। গ্রাম এবং শহরের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধনের ক্ষেত্রে এক ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে রাজ্য। তারই সোনার ফসল ফলছে অর্থনৈতিক প্রগতিতে। SBI-এর সমীক্ষা অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ২০২৮ সালের মধ্যে উঠে আসতে পারে ভারত।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version