Monday, November 10, 2025

আজ মণিপুরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবে ‘INDIA’ !

Date:

জাতি দাঙ্গার আগুনে দ্বগ্ধ মণিপুর(Manipur)। তিন মাস ধরেই পরিস্থিতি চললেও বিজেপির (BJP Government) ডাবল ইঞ্জিন সরকারের তাতে হেলদোল নেই। শনিবার মণিপুরের (Manipur) পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছে ‘ইন্ডিয়া’(I.N.D.I.A) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল। বিকালে রাজধানী ইম্ফলে পৌঁছে বিমানবন্দর থেকেই কপ্টারে করে সরাসরি অশান্ত চূরাচন্দ্রপুর যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে নির্যাতিতা-সহ কুকি সম্প্রদায়ের নেতা ও মহিলা গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন ‘ইন্ডিয়া’র (I.N.D.I.A) সদস্যরা। আজ রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। তাঁদের কথায় দেশের এই রাজ্যের পরিস্থিতি যেকোনও মানুষের চোখে জল আনবে।

আদিবাসী কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে (Woman) নগ্ন করে রাস্তা দিয়ে হাতিয়ে নিয়ে যাওয়া এবং পরে তাঁদের গণধর্ষণের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদী গোটা দেশ। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল ওই মহিলাদের পরিবারের সঙ্গে দেখা করেন। জানা গেছে নগ্ন করে যে মহিলাকে রাস্তায় হাঁটানো হয়েছিল তাঁর মা পাথর অনুরোধ জানিয়েছেন ইন্ডিয়ার কাছে। তিনি বলছেন তার স্বামী এবং ছেলেকে সেদিনই খুন করা হয়েছিল কিন্তু আজও তাঁদের মৃতদেহ চোখের দেখা দেখতে পাননি। এই মহিলা জানান এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে আলোচ্য দুই সম্প্রদায় কখনোই আর বোধহয় একসঙ্গে থাকতে পারবে না। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “ধর্ষণ এবং খুন দুটোই পুলিশের সামনে করা হয়েছিল। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমি এই বিষয়টি রাজ্যপালের কাছে উত্থাপন করব।” একই কথা শোনা গেছে ডিএমকে সাংসদ কানিমোঝির মুখেও।মণিপুর পরিদর্শনে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকে-র কানিমোঝি, আরজেডি-র মনোজ কুমার ঝা, জেডি(ইউ) প্রধান রাজীব রঞ্জন (লালন) সিং-সহ ১৬ টি রাজনৈতিক দলের ২১ জন প্রতিনিধি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করার পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁদের।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version