Thursday, August 21, 2025

মোদির নীরবতা নিয়ে ক্ষো.ভে ফুঁসছে মণিপুর: দিল্লি ফিরে জানালেন সুস্মিতা

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মণিপুরের নির্যাতিতারা। INDIA- জোটের মহিলা প্রতিনিধিদের কাছে নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা। দুইদিনের মণিপুর সফরের পরে রবিবার রাজধানীতে ফিরে একথা জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)।

সুস্মিতা দেব জানান, “আমরা যখন মণিপুরে পৌঁছেছি স্থানীয়রা আমাদের আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন। তাঁরা ভাবতেই পারেননি বিরোধীরা পার্লামেন্টে মণিপুর ইস্যুকে নিয়ে এতটা সরব হবে।” নিজেদের মধ্যে যতই সংঘর্ষ থাক, নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে কুকি এবং মেইতেই দুই পক্ষই তুলোধনা করছে। মণিপুরে নির্যাতিতাদের প্রশ্ন, ,”মণিপুরের এই শোচনীয় পরিস্থিতির কথা কি দেশের প্রধানমন্ত্রী জানেন না? মোদির কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট নেই? সব জেনেও প্রধানমন্ত্রী এতদিন চুপ রয়েছেন কেন!”

জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল দেখা করে মণিপুর কাণ্ডের নির্যাতিতা মহিলার পরিবারের সঙ্গে। ধর্ষণ করে খুন করা মহিলার মাকে। ইন্ডিয়া জোটের মহিলা সাংসদদের কাছে কাঁদতে কাঁদতে সাহায্যের অনুরোধ করেছেন তিনি। স্বামী ও ছেলের দেহ দেখতে চান, যাঁদের সেদিনই খুন করা হয়েছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব দেখা করেছেন, বিবস্ত্র করে হাঁটানো মহিলার সঙ্গেও। রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নির্যাতিতা মহিলা জানিয়েছেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও এতদিন পরেও ওই ঘটনার কোনও তদন্ত কমিটি গঠন করলেন না। যে বিষয়টি বিরোধীরা পার্লামেন্টে তুলল, সারা দেশ দেখলো, সেটা নিয়ে নাকি প্রধানমন্ত্রীর কাছে খবর ছিল না এটা কি বিশ্বাসযোগ্য?”

একের পর এক ত্রাণ শিবির ঘোরার পর ইন্ডিয়া জোটের সাংসদদের অভিজ্ঞতা, এখন আর আলাদা করে কুকি বা মেইতেই নয়, উভয় পক্ষই চাইছে এলাকার শান্তি। রাজ্য বা কেন্দ্র কারও উপরেই খুশি নয় তারা। এলাকার নির্যাতিতা মহিলাদের একটাই বক্তব্য, পুলিশের চোখের সামনে সবকিছু ঘটার পরেও সে খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছল না, এটাই অবিশ্বাস্য।

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version