Thursday, May 8, 2025

‘ওরা ভাবে ওরাই সব জানে’, বিরাট-রোহিতকে একহাত নিয়ে মন্তব্য কপিল দেবের

Date:

ভারতীয় দলের ক্রিকেটাদের নিয়ে আবারও মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, এখনকার ক্রিকেটারদের প্রতিভা রয়েছে। তবে তারা সবজান্তা। পুরনো ক্রিকেটারদের গুরুত্বই দিতে চায় না।

এদিন এক সাক্ষাৎকার কপিল দেব বলেন, “প্রত্যেকেরই পার্থক্য আছে, কিন্তু এই ভারতীয় খেলোয়াড়দের মধ্যে একটা ভালো জিনিস হল তাদের অনেক আত্মবিশ্বাস আছে। তবে নেতিবাচক দিকটা হল ওরা সবকিছুই জানে। জানি না কী ভাবে এর থেকে ভাল কথা বলব। ওরা ভাবে, নিজে যা জানে সেটাই সব। বাকি কারওকে কিছু জিজ্ঞাসা করা বা পরামর্শ নেওয়ার প্রয়োজনও বোধ করে না। বুঝতেও পারে না যে একজন অভিজ্ঞ মানুষ সাহায্য করলে ওদেরই উপকার হতে পারে। যদিও আমি বিশ্বাস করি যে একজন অভিজ্ঞ ব্যক্তি সর্বদা আপনাকে সাহায্য করতে পারে।”

প্রাক্তন এই অলরাউন্ডার আরও বলেন, “অনেক সময় এমন হয় যে যখন বেশি টাকা আসে, তখন তার সঙ্গে অহংকারও আসে। এই ক্রিকেটাররা মনে করেন তারা সব জানেন। এটিও বড় পার্থক্য।”

সুনীল গাভাস্কার বা অন্য প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে নাকি কোনও কথাই বলেন না এখনকার ক্রিকেটাররা। প্রাক্তনদের কথা শুনলে ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। এমনটাই মনে করেন কপিল। তিনি বলেন, “অনেক ক্রিকেটার আছে যাদের সাহায্য দরকার। যখন সুনীল গাভাস্কার আছেন, আপনি কেন তাঁর সঙ্গে কথা বলবেন না? অহংকার কীসের? তারা মনে করে তারা যথেষ্ট ভালো। সে ভালো হতেই পারে, তবে এমন একজন ব্যক্তির কাছ থেকেও সাহায্য নেওয়া উচিত যিনি বছরের পর বছর ক্রিকেট খেলেছেন, এই খেলার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রাক্তনদের সঙ্গে কথা বললে ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে।”

ভারতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। টেস্ট সিরিজ জেতার পর, একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারে ভারতীয় দল।

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের কাছে ম‍্যাচ হেরে কী বললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়?

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version