Wednesday, August 27, 2025

মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে রাজপথে মোমবাতি মিছিল, বিজেপিকে তুলোধনা তৃণমূলের

Date:

জাতিদাঙ্গায় অশান্ত মণিপুর নিয়ে সংসদের বাদল অধিবেশনে বারবার সরব হয়েছেন বিরোধীরা। এই ইস্যুতে মণিপুর সরকার থেকে কেন্দ্রে মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যার জেরে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষই।

মণিপুরে শান্তি ফেরার জন্য উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র বলেই দাবি করা হচ্ছে বারবার। এমন পরিস্থিতিতে মণিপুরে মহিলাদের উপর  অত্যাচারের প্রতিবাদে এবং  শান্তি ফেরানোর ডাক দিয়ে কলকাতার রাজপথে রবিবার বিরাট মিছিল করে তৃণমূল। হাজরা মোড় থেকে শুরু হয়ে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত এই মিছিলে পা মেলান অসংখ্য মানুষ।

এই মোমবাতি মিছিলে পা মেলান যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ। সেখান থেকে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
তিনি বলেন, জ্বলছে উত্তরপূর্ব ভারতের সুন্দর রাজ্য মণিপুর। উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য, দফায় দফায় সংঘর্ষ চলছে, আগুন জ্বলছে, মোকাবিলায় রাস্তায় নেমেছে সেনা এবং আধাসেনা। কিন্তু তার পরেও সামলাতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার।আয়তনের দিক থেকে মণিপুর রাজ্যের ১০%। রাজ্যের ১৬টি জেলার মধ্যে ৫টি এই উপত্যকায়। কিন্তু এই উপত্যাকাতেই বসবাস করে জনসংখ্যার প্রায় ৬০% মানুষ। এদের বেশিরভাগই মেইতেই জনজাতির মানুষ। মণিপুর প্রায় ৩৪-টি ছোট বড় নানা জনগোষ্ঠীর বাসভূমি। মণিপুরবাসীদের মধ্যে এরা প্রায় ৪০%। এদের সিংহভাগই নাগা ও কুকি সম্প্রদায়ের। অবিলম্বে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে হবে। অথচ বিজেপি সরকার চায় এই দাঙ্গা লেগে থাকুক । এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version