Friday, December 5, 2025

ক্ষমতা দখলের ল.ড়াই: দিল্লি অধ্যাদেশ নিয়ে মোদি সরকারের পাশেই কংগ্রেস নেতা

Date:

Share post:

দিল্লির(Delhi) শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে কেন্দ্র ও কেজরি সরকারের মধ্যে লড়াই তুঙ্গে। আপকে সমর্থন করে ইতিমধ্যেই একজোট হয়েছে বিরোধীরা জোট INDIA। রাজ্যসভায়(RajyaSabha) এই অধ্যাদেশ আটকাতে হুইপ জারি করেছে কংগ্রেস-সহ অন্যান্য দলগুলি। তবে এরই মাঝে কংগ্রেসের অস্বস্তি বাড়ালো কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত(Sandip Dikshit)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কোন মূল্যেই অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) পাশে দাঁড়াবেন না তিনি। তাঁর এহেনও ঘোষণায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে হাত শিবির।

সংবাদ সংস্থা এএনআইর প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ তথা দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পূত্র সন্দীপ বলেন, “লোকসভায় ওরা (বিজেপি) সংখ্যাগরিষ্ঠ। তাই সেখানে এই বিল পাশ করাতে তাদের কোনও সমস্য হবে না। এই বিলটি পাশ হওয়া উচিত। দিল্লির সাংবিধানিক মর্যাদা মোতাবেক এতে কোনও গলদ নেই। বিলটির অপব্যাখ্যা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়া জোটকেও বিভ্রান্ত করেছেন তিনি। তাই এক্ষেত্রে আমার কিছুই করার নেই। ক্ষমতায়নই যদি উদ্দেশ্য হয়, তাহলে দিল্লিকে রাজ্য করে দেওয়া উচিত।” শুধু তাই নয়, দিল্লি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের কেজরির পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ তৈরি হয়েছে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন সন্দীপ। এ প্রসঙ্গে দিল্লি কংগ্রেসের এক নেতা বলেন, “সোনিয়া গান্ধীকে গ্রেফতার করার দাবি তুলেছিলেন এই কেজরিওয়াল। পাঞ্জাবে কংগ্রেসকে বিপাকে ফেলেছেন তিনি। আজ তাঁকে সমর্থন দেব কেন?”

উল্লেখ্য, আজই রাজ্যসভায় অধ্যাদেশটি পেশ হওয়ার কথা ছিল। সদন মুলতুবি হয়ে যাওয়ায় আগামিকাল তা পেশ করা হবে। দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে রাজ্যসভায় সরকারের উপর চাপ সৃষ্টি করতে রণকৌশল তৈরী করেছে ইন্ডিয়া জোট। বিলটিকে রাজ্যসভায় আটকে দেওয়াই জোটের লক্ষ্য। সেজন্য প্রয়োজনে জোটের কয়েকজন সাংসদ যাঁরা অসুস্থ রয়েছেন তাঁরা অ্যাম্বুল্যান্সে করে রাজ্যসভার অধিবেশনে যোগ দিয়ে ভোটাভুটিতে অংশ গ্রহণ করবেন এমন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের এই অর্ডিন্যান্স আটকে দিতে অতীতের দ্বন্দ্ব ভুলে একজোট হয়েছে আপ-কংগ্রেস।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ.গ্নিকাণ্ড! দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...