Wednesday, November 12, 2025

ক্ষমতা দখলের ল.ড়াই: দিল্লি অধ্যাদেশ নিয়ে মোদি সরকারের পাশেই কংগ্রেস নেতা

Date:

Share post:

দিল্লির(Delhi) শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে কেন্দ্র ও কেজরি সরকারের মধ্যে লড়াই তুঙ্গে। আপকে সমর্থন করে ইতিমধ্যেই একজোট হয়েছে বিরোধীরা জোট INDIA। রাজ্যসভায়(RajyaSabha) এই অধ্যাদেশ আটকাতে হুইপ জারি করেছে কংগ্রেস-সহ অন্যান্য দলগুলি। তবে এরই মাঝে কংগ্রেসের অস্বস্তি বাড়ালো কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত(Sandip Dikshit)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কোন মূল্যেই অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) পাশে দাঁড়াবেন না তিনি। তাঁর এহেনও ঘোষণায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে হাত শিবির।

সংবাদ সংস্থা এএনআইর প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ তথা দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পূত্র সন্দীপ বলেন, “লোকসভায় ওরা (বিজেপি) সংখ্যাগরিষ্ঠ। তাই সেখানে এই বিল পাশ করাতে তাদের কোনও সমস্য হবে না। এই বিলটি পাশ হওয়া উচিত। দিল্লির সাংবিধানিক মর্যাদা মোতাবেক এতে কোনও গলদ নেই। বিলটির অপব্যাখ্যা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়া জোটকেও বিভ্রান্ত করেছেন তিনি। তাই এক্ষেত্রে আমার কিছুই করার নেই। ক্ষমতায়নই যদি উদ্দেশ্য হয়, তাহলে দিল্লিকে রাজ্য করে দেওয়া উচিত।” শুধু তাই নয়, দিল্লি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের কেজরির পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ তৈরি হয়েছে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন সন্দীপ। এ প্রসঙ্গে দিল্লি কংগ্রেসের এক নেতা বলেন, “সোনিয়া গান্ধীকে গ্রেফতার করার দাবি তুলেছিলেন এই কেজরিওয়াল। পাঞ্জাবে কংগ্রেসকে বিপাকে ফেলেছেন তিনি। আজ তাঁকে সমর্থন দেব কেন?”

উল্লেখ্য, আজই রাজ্যসভায় অধ্যাদেশটি পেশ হওয়ার কথা ছিল। সদন মুলতুবি হয়ে যাওয়ায় আগামিকাল তা পেশ করা হবে। দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে রাজ্যসভায় সরকারের উপর চাপ সৃষ্টি করতে রণকৌশল তৈরী করেছে ইন্ডিয়া জোট। বিলটিকে রাজ্যসভায় আটকে দেওয়াই জোটের লক্ষ্য। সেজন্য প্রয়োজনে জোটের কয়েকজন সাংসদ যাঁরা অসুস্থ রয়েছেন তাঁরা অ্যাম্বুল্যান্সে করে রাজ্যসভার অধিবেশনে যোগ দিয়ে ভোটাভুটিতে অংশ গ্রহণ করবেন এমন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের এই অর্ডিন্যান্স আটকে দিতে অতীতের দ্বন্দ্ব ভুলে একজোট হয়েছে আপ-কংগ্রেস।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ.গ্নিকাণ্ড! দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...