Sunday, November 16, 2025

অভিষেকের ‘রক্ষাকবচ’ মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি সোমবার পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিচারপতি জানান, স্কুল ও পুরসভা নিয়োগ সংক্রান্ত বহু মামলা আদালতে চলছে। ইডি যতক্ষণ না লিখিতভাবে আদালতে না জানাচ্ছে, যে এই মামলার শুনানিতে তাদের কোনও আপত্তি নেই, ততক্ষণ সেই মামলা এই এজলাসে শোনা হবে না।

এদিনের শুনানিতে ইডির আইনজীবী এদিন আদালতে জানান, “আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কোনও আপত্তি নেই। কিন্তু তারপরেও ইডির বক্তব্য লিখিত জানানো হবে।” তারপরই বিচারপতি আইনজীবীর উদ্দেশে বলেন, “ইডির থেকে জেনে জানান। প্রয়োজনে ফিরোজ এডুলজির মাধ্যমে কোর্টকে অবহিত করুন।” তারপরই বিচারপতি বলেন, “যতক্ষণ না ইডি তাদের এই নিয়ে অবস্থান স্পষ্ট করছে, ততক্ষণ কোর্টের কিছু করার নেই। বৃহস্পতিবার ইডি তাদের অবস্থান জানাবে।” সেদিন অভিষেক মামলার শুনানি দিন ঠিক করেন বিচারপতি।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি নির্ধারিত হয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে এই মামলা শোনার ক্ষেত্রে বিচারপতি ঘোষের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই মামলা যায় প্রধান বিচারপতির বেঞ্চে। যদিও ইডির আপত্তি উড়িয়ে দিয়ে অভিষেকের মামলা ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফিরিয়ে দেন প্রধান বিচারপতি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version