Tuesday, November 11, 2025

৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির উপর হাই কোর্টের স্থগিতাদেশ

Date:

আগামী ৫ অগাস্ট বিজেপি(BJP) নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ওপর কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের(TMC) তরফে ঘোষিত এই কর্মসূচির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার সেই মামলার শুনানিতে তৃণমূলের কর্মসূচির উপর স্থগিতাদেশ দেওয়া হলো। পাশাপাশি এই মামলায় এদিন শাসক দলের কোনও বক্তব্য শুনতে রাজি হয়নি আদালত। তাদের বক্তব্য হলনামা আকারে পেশ করতে বলা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে।

একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরায়ের ডাক দিয়েছিল তৃণমূল। শাসক দলের বক্তব্য ছিল, বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র আটকে দেওয়ার রাজ্য বিজেপির ছোট বড় নেতারা বুক ফুলিয়ে দাবি করেছিল তারাই আটকে দিয়েছে বাংলার প্রাপ্য। যার জেরেই একুশের মঞ্চ থেকে ঘোষণা করা হয়, ৫ অগাস্ট ব্লক স্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরা করা হবে। যদিও বিজেপি নেতাদের যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য বাড়ি থেকে ১০০ মিটার দূরে হবে এই কর্মসূচি। এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। সেই মামলাতেই সোমবার তৃণমূলের এই কর্মসূচির ওপর স্থগিতাদেশ দিল আদালত।

সোমবার মামলার শুনানিতে ২১ জুলাই প্রসঙ্গ তুলে আনেন বিচারপতি। বলেন, ২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে, আদালত স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা সাড়ে ১১টার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছি। আইনজীবীরা আসতে পারেননি, আদালতের কর্মীরা ট্রেন ধরতে পারেননি’। এরপরই শাসক দলের তরফে আদালতে জানানো হয়, ৫ অগাস্টের কর্মসূচিতে সাধারণ মানুষের কোনও অসুবিধে হবে না। তবে শাসক দলের কোনও বক্তব্য শুনতে রাজি হননি বিচারপতি। তিনি পাল্টা প্রশ্ন করেন, “অসুবিধে যে হবে না সেটা কে নিশ্চিত করবে? ২১ জুলাই আপনি আদালতে আসতে পেরেছিলেন?” এরপর আইনজীবীদের কোনও বক্তব্য না শুনে বিচারপতি স্পষ্ট জানান, আগামী ১০ দিনের মধ্যে সব পক্ষ এ বিষয়ে নিজেদের বক্তব্য হলফনামা পেশ করে জানাবেন।

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version