Thursday, November 6, 2025

খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না। বিহারে (Bihar) চাকরির দুর্নীতি (Job Scam) মামলায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সেই মামলার তদন্ত চলাতে গিয়েই এবার বড় বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সোমবারই লালু ও তাঁর পরিবারের প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চাকরি-দুর্নীতি মামলাতেই সোমবার লালুপ্রসাদ ও তাঁর পরিবারের এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে যাদব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের পর কেন্দ্রের মোদি সরকারকে নিশানা বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে বিজেপি বিক্ষুব্ধ নেতাদের বাড়িতে হানা দিয়ে অতিস্ক্রিয়তা প্রমাণে ব্যস্ত বিরোধীরা। যেখানে মণিপুরের মত রাজ্যে লাগাতার অশান্তি বেড়েই চলেছে সেদিক থেকে নজর ঘোরাতেই এমন পদক্ষেপ কেন্দ্রের।

লালুপ্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবী-(Rabri Devi) দুজনেই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। ছেলে তেজস্বী যাদবও (Tehaswi Yadav) বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী। আর সেকারণেই বিহারে চাকরির জন্য জমি দুর্নীতির মামলায় এঁদের প্রত্যেকের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে ইডি। মাস কয়েক আগেই এই মামলায় বিহারের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৬০০ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছিল ইডি। তবে শুধু বিহারই নয় দিল্লি, এনসিআর, এবং রাঁচিতে বিপুল সম্পত্তির হদিশ মেলে। যার মধ্যে ৩৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং ২৫০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে জমি-দুর্নীতি মামলায় গত ৩ জুলাই চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের পাশাপাশি আরও ১৪ জনের নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version