Sunday, May 4, 2025

হিংসা, রক্ত, হানা- সব মিলিয়ে আতঙ্কের প্রহর গুণছে মণিপুর (Manipur)। কেন্দ্রের উদাসীনতায় থামছে না অশান্তি। এই পরিস্থিতিতে সর্বস্ব হাকিয়ে অনেকরই স্থান হয়েছে আশ্রয় শিবিরে। সেখানেই চলছে ছোটদের লেখাপড়া। আর সেই খুদে পড়ুয়াদের (Student) খাতা দেখে শিউরে উঠছেন শিক্ষক-শিক্ষিকারা। নিজেদের পছন্দের তালিকায় তারা লিখছে রাইফেলের কথা। প্রায় সবারই ইচ্ছা বড় হয়ে গুলি-বন্দুক চালোনা শিখতে, যুদ্ধ করতে।

হিংসা দীর্ণ মণিপুরে শৈশবের ভরসা ফেরাতে, তাদের বইমুখী করতে ত্রাণ শিবিরগুলিতে বিশেষ শিক্ষা অভিযান শুরু করেছেন ৪৩ জন সদস্য। সেখানে কে কী হতে চায় জানতে চাওয়া হলে ৮-৯ বছরের খুদেরা লিখছে, “বড় হয়ে যুদ্ধ করতে চাই”। যা দেখে চমকে গিয়েছেন সদস্যরা। সংঘর্ষের আবহে শৈশবের সারল্য, রঙিন স্বপ্ন হারিয়ে ফেলা শিশুদের (Children) মানসিকভাবে শান্ত করতে কাজে নেমেছে ‘সিস্টেম ট্রান্সফরমেশন অ্যান্ড রিজুভেনেশন অব এডুকেশন’ বা STARE। প্রকল্পের অধিকর্তা অমৃতা থিংগুজাম জানান, আপাতত শিশুদের মানসিকতা পরিবর্তনে মন দিয়েছেন তাঁরা। লেখাপড়ার পাশাপাশি, খেলাধুলোর আয়োজন করে শিশুদেক মূল স্ত্রোতে ফেরানোর চেষ্টা চলছে।

একই সঙ্গে চোখের সামনে বাড়ি-ঘর, প্রিয় খেলনা হারিয়ে, প্রিয়জনের রক্ত দেখে ছোটদের মধ্যে প্রতিশোধস্পৃহা জেগে উঠছে। ডাক্তার, শিক্ষক বা পুলিশ হতে চায় না কেউ। খেলনা চাই না কারও। হারানো সবকিছু ফিরে পেতে তারা চাইছে রাইফেল হাতে তুলে নিতে। এই মারাত্মক প্রবণতা থেকে শিশুদেক মূল স্রোতে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে স্টার।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে ট্রলারডুবি! বরাতজোরে প্রাণে বাঁচলেন মৎস্যজীবীরা

 

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version