Saturday, May 3, 2025

তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর, পাল্টা চোর-চিটিংবাজ কটাক্ষ কুণালের

Date:

নাচতে না জানলে উঠোন বাঁকা। পঞ্চায়েত ভোটে হারের পর থেকে অভিযোগের আর শেষ নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার তৃণমূলের একধিক পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি করে ভোটে দাঁড়ানোর অভিযোগ তুললেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু। দ্রুত তিনি সেই তালিকা ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দুর এমন অভিযোগের পর তাঁকে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনিও শুভেন্দুকে প্রতিষ্ঠিত চোর-চিটিংবাজ বলে তোপ দাগেন।

আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্য কমিশনের কাছে আরটিআই করে পঞ্চায়েত ভোটে সংরক্ষিত আসনগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য চেয়েছিলেন। মূলত তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের নাম, ঠিকানা, স্বামী অথবা বাবার নাম, শংসাপত্র ইস্যু হওয়ার তারিখ জানতে চেয়েচিলেন তিনি। শুভেন্দুর দাবি, তৃণমূলের যে প্রার্থী সংরক্ষিত আসলে লড়েছেন তাঁদের অধিকাংশেরই নাকি জাতি শংসাপত্র ভুয়ো। ১৫ আগস্টের পর তালিকা প্রকাশ্যে আনবেন তিনি।

এদিকে শুভেন্দু এমন দাবি করতে স্বভাবসিদ্ধ মেজাজে তাঁকে ধুয়ে দেন কুণাল ঘোষ। শুভেন্দুর দাবি উড়িয়ে দেন তৃণমুল নেতা। তাঁর কথায়, “ও একটা প্রতিষ্ঠিত চোর, চিটিংবাজ, তোলাবাজ। সারদা-নারদায় সিবিআই এফআইআর-এ নাম রয়েছে। গ্রেফতারি এড়াতে দলবদল করেছে। বিজেপিতে গিয়ে জুতো পালিশ করছে। নিজের এলাকায় জিততে পারে না। নন্দীগ্রাম জেলা পরিষদে হেরেছে। পূর্ব মেদিনীপুরে হেরেছে। গো হারা হেরে যা খুশি তাই বলছে। এটা হয় নাকি!”

 

 

 

 

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version