Sunday, August 24, 2025

অপদার্থ রাজ্য সরকার! ফের সুপ্রিম তো.পের মুখে মণিপুরের পুলিশ-প্রশাসন

Date:

সোমের পরে মঙ্গলবার ও শীর্ষ আদালতে চরম ভর্ৎসিত মণিপুর (Manipur) পুলিশ-প্রশাসন। রাজ্যে পুলিশের (Police) ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট (Supreme Court)। পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, অতি ঢিমে তালে চলছে তদন্ত। বিজেপি শাসিত মণিপুরে আইন-শৃঙ্খলা বলে কিছু আর বাকি নেই। পুলিশকে তুলোধনা করার পাশাপাশি আগামী শুক্রবার মণিপুরের DGP-কে তলব করেছে সুপ্রিম কোর্ট।

দীর্ঘদিন ধরেই হিংসা দীর্ণ মণিপুর। কিন্তু উদাসীন কেন্দ্র। ডবল ইঞ্জিনের সরকার মণিপুর রক্তপাতের সঙ্গে পাল্লা দিয়ে চলছে নারী নির্যাতন। অথচ এখনও সেই বিষয় নিয়ে ৪০ সেকেন্ডের বেশি বলার প্রয়োজন বোধ করেননি প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের ডিভিশন ধুয়ে দেয় মণিপুর সরকারকে। এদিন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় “আইন-শৃঙ্খলা বলে মণিপুরে আর কিছু অবশিষ্ট নেই। তদন্ত করতে রাজ্য পুলিশ যে অক্ষম সেটা স্পষ্ট। রাজ্যে আইন ব্যবস্থার উপরে মণিপুর পুলিশের কোনও নিয়ন্ত্রণ নেই।“ তুলোধনা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মণিপুরে এক মহিলাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে, তাঁর সামনেই তাঁর ছেলেকে পিটিয়ে খুন করা হয়। সেই প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্ট জানায়, ঘটনাটি ঘটেছিল ৪ মে। আর এফআইআর দায়ের করা হয় ৭ জুলাই! ভর্ৎসনা করে আদালতে বলে, ঘটনা ঘটে যাওয়ার পর ২মাস পরে এফআইআর দায়ের করা হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে মণিপুরে আইন শৃঙ্খলা বলে কিছু আর নেই। ৪ অগাস্ট মণিপুর পুলিশের ডিরেক্টরকে তলব করেছে শীর্ষ আদালত।

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version