Monday, August 25, 2025

‘নীল পাখি’ উড়িয়েছেন মাস্ক, সানফ্রান্সিসকোর সদর দফতরে থেকে X লোগো হটাল প্রশাসন

Date:

টুইটারের সদর দফতরের দীর্ঘকায় এক্স লোগো সরাল স্থানীয় প্রশাসন। টুইটারের অতিপরিচিত লোগো নীল পাখি সরিয়ে এক্স করার পর শুক্রবার সানফ্রান্সিসকোতে অবস্থিত টুইটারের সদর দফতরের ছাদে একটি বিশালাকার অতি উজ্জ্বল এক্স লোগো বসানো হয়, আর এরপর থেকেই শুরু হয় বিপত্তি। অভিযোগ আসতে থাকে সেই বিশালাকার লোগোটিকে নিয়ে। একদিকে অতিরিক্ত উজ্জ্বল, ফলে আশপাশের ভবনে সমস্যা। একইসাথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এরপরই সেখান থেকে লোগোটি সরিয়ে দেয় স্থানীয় প্রশাসন। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে টুইটার কর্তৃপক্ষ।

কয়েকদিন আগেই টুইটারের লোগো পরিবর্তনের কথা ঘোষণা করেন টুইটার কর্তা এলন মাস্ক। তিনি সেই সঙ্গে এও জানিয়েছিলেন যে লোগো পরিবর্তন হলেও সদর দফতর সানফ্রান্সিসকোতেই থাকবে। আর সেই বাড়ি ও আশেপাশের বাড়ি থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে নতুন বসানো এক্স লোগোটি নিয়ে। টুইটার দফতরের প্রতিবেশি অর্থাৎ প্রতক্ষদর্শীরা জানাচ্ছেন যে, বিশালাকার একটি অতি উজ্জ্বল লোগো বাড়িটির ছাদে যে বসানো হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারে ওই লোগো। এছাড়াও এক্স লোগোটি অতিরিক্ত উজ্জ্বল হওয়ার কারণে রাতের বেলা অসুবিধে হচ্ছে স্থানীয় মানুষদের। স্থানীয়রা প্রশ্ন তুলেছে যে, বাড়িটির ছাদে বিশালাকার লোগো বসানোর অনুমতি নেই টুইটার কর্তৃপক্ষের কাছে।

সানফ্রান্সিসকো শহরের বিল্ডিং ইন্সপেকশন বিভাগের এক আধিকারিক জানান, বিগত সপ্তাহের শেষে অনেকগুলি অভিযোগ জমা পরেছে এক্স লোগোটি নিয়ে। টুইটারের লোগোর অবস্থান খতিয়ে দেখারও দাবি করেন অনেকে। এরপরই আধিকারিকরা পরিদর্শন করেন এবং লোগোটি খুলে দেওয়া হয়। গোটা ঘটনা নিয়েই নীরবতা পালন করছে টুইটার।

 

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version