Thursday, August 28, 2025

রাতভর বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।তবুও সকাল থেকেই হাঁসফাঁস করা গরমে নাজেহাল বঙ্গবাসী। মঙ্গলের সকালেও অস্বস্তিকর গরম হলেও রয়েছে মেঘলা আকাশ।আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনিয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামীকালও ভারী ব্ষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ট্রলারডুবি! বরাতজোরে প্রাণে বাঁচলেন মৎস্যজীবীরা

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার থেকেই বৃষ্টি নামবে। এতদিন হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল। কিন্তু এবার মুষলধারে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির তেজ বাড়বে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। একটানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হতে পারে। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মৌসুমী অক্ষরেখা এখন সরে এসেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী অক্ষরেখা পাটনা, দেওঘর, দিঘা ও সংলগ্ন এলাকার উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে ঙ্গোপসাগরের নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোসাগরের উপকূল এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপ ক্রমশ সরবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। ফলে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। নিম্নচাপ জলীয় বাষ্প টেনে আরও গভীর হবে। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে।

প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে। ফলে কলকাতা ও শহরতলির নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার সন্ধে থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তুমুল বৃষ্টি হয়ছে। আজ ও আগামীকালও এমনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আকাশ মেঘলা থাকবে। তবে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে।

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version