Monday, August 25, 2025

‘মাহি ভাইয়ের পরামর্শে খেলার ধরন বদলে গিয়েছে’, বললেন শিবম

Date:

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলার ধরনই বদলে গেছে। আইপিএল-এর পাশাপাশি দেওধর ট্রফিতেও দলকে ভরসা দিচ্ছেন তিনি। যার কথা বলা হচ্ছেন, তিনি হলেন শিবম দুবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যশপ্রীত বুমরাহ-এর নেতৃত্বে ভারতীয় দলে রয়েছেন তিনি। তবে তার আগে চলতি দেওধর ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন শিবম। অনেকেই বলছেন এই আইপিএল-এ শিবম দুবের যেন পুনঃজন্ম হয়েছে। তাঁর ক্রিকেট ক্যারিয়ারে যেন অক্সিজেনের সঞ্চার ঘটেছে। আর এই সব সম্ভব হয়েছে নাকি ধোনির পরামর্শেই। এমনটাই জানান শিবম।

বিসিসিআই টিভির একটি সাক্ষাৎকারে দুবে বলেন,”ধোনির পরামর্শই পরিণত করেছে। সিএসকে-তে খেলার সুবাদে মাহি ভাইয়ের থেকে অনেক পরামর্শ পাই। অনেক কথাই আমাকে বলেছে। সবটা এখানে বলছি না। তবে মাহি ভাই বলেছে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ বার করে আনতে। ব্যাট হাতে আমি যে ম্যাচ জেতাতে পারি, সেই বিশ্বাস ছিল। নিজের উপরে আস্থা রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দিত মাহি ভাই। আমি ফিনিশারের ভূমিকায় খেলতেই পছন্দ করি। মাহি ভাইয়ের সেই পরামর্শ আমাকে অনেকটা পরিণত করেছে। রাতারাতি বদলে দিয়েছে ক্রিকেট দর্শন।”

ভারতীয় দল থেকে বাদ পড়ার পর হতাশ হয়ে পড়েছিলেন দুবে। কিন্তু সিএসকেতে যোগ দেওয়ার পর থেকেই আবারও আগের ছন্দে ফিরতে শুরু করেছে। যার ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফের ভারতীয় দলে সুযোগ। দুবের কথায়, “আমি চেষ্টা করি খারাপ বলের ফায়দা তোলার। আমরা যে পিচে খেলেছি, সেখানে নেমেই বড় শট নেওয়া সম্ভব নয়। আমি শুরুর দিকে বেশি আক্রমণ করিনি। উইকেটে থিতু হওয়ার পর থেকে বড় শট নিতে শুরু করি। ” প্রসঙ্গত রবিবার পুদুচেরিতে দেওধর ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন শিবম দুবে। ৮৩ রানে অপরাজিত তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version