Sunday, May 18, 2025

হাত গুটিয়ে বসেছিল মণিপুর সরকার: ডবল ইঞ্জিনকে কটাক্ষ তৃণমূলের

Date:

গত ৩ মাস ধরে হিংসাদীর্ণ মণিপুরে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নিসংযোগের হাজার হাজার ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরে শীর্ষ আদালতের তোপের মুখে পড়েছে ডবল ইঞ্জিনের মণিপুর সরকার। এমনকি দুই মহিলাকে বিবস্ত্র করে ঘরানো ও গণধর্ষণের ঘটনা ঘটে ৪ মে। সেদিন থেকে ১৮ মে পর্যন্ত ১৪ দিন কোনও অভিযোগ দায়ের হয়নি। এতগুলো দিন মণিপুরের পুলিশ কোথায় ছিল? জানতে চেয়েছে আদালত। শুধু তাই নয়, মণিপুর হিংসায় এখনও পর্যন্ত মোট ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে, সেই এফআইআর সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করেছে, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ।

এই ঘটনার প্রেক্ষিতেই মণিপুর ইস্যুতে বিজেপির ডবল ইঞ্জিনকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। টুইটে তোপ দেগে লেখা হয়েছে, “ডবল ইঞ্জিনের মণিপুরে সম্পূর্ণ ব্যর্থ সরকার। অবশেষে সরকারের আসল স্বরূপ প্রকাশ্যে চলে এসেছে। হিংসাদীর্ণ মণিপুরকে শান্ত করার পরিবর্তে ওরা অলসভাবে হাত গুটিয়ে বসেছিল। মণিপুর সরকারের অজুহাতের জেরে এখন সুপ্রিমকোর্ট পদক্ষেপ নিতে এবং জবাবদিহিতে বাধ্য করেছে। আদালত জানিয়েছে, জাতিহিংসার জেরে এখনও পর্যন্ত যে ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য। এই সরকারের অযোগ্যতা চরমে পৌঁছেছে। সময় এসেছে এই দুঃস্বপ্নের অপশাসনের অবসান ঘটিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ন্যায়বিচার প্রদানের!”

Related articles

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা...

দলনেত্রী রাজ্যসভার সদস্য করতে চেয়েছিলেন: রাজ্য সভাপতি দ্বন্দ্বের জবাব কেষ্টর

তৃণমূল রাজ্য নেতৃত্ব প্রত্যেক সাংগঠনিক জেলার নেতৃত্ব নির্বাচন করেছেন। সেখানেই ২০২৬ নির্বাচনের আগে বিরোধীদের পায়ের তলার জমি সরে...
Exit mobile version