Friday, November 14, 2025

হাত গুটিয়ে বসেছিল মণিপুর সরকার: ডবল ইঞ্জিনকে কটাক্ষ তৃণমূলের

Date:

গত ৩ মাস ধরে হিংসাদীর্ণ মণিপুরে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নিসংযোগের হাজার হাজার ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরে শীর্ষ আদালতের তোপের মুখে পড়েছে ডবল ইঞ্জিনের মণিপুর সরকার। এমনকি দুই মহিলাকে বিবস্ত্র করে ঘরানো ও গণধর্ষণের ঘটনা ঘটে ৪ মে। সেদিন থেকে ১৮ মে পর্যন্ত ১৪ দিন কোনও অভিযোগ দায়ের হয়নি। এতগুলো দিন মণিপুরের পুলিশ কোথায় ছিল? জানতে চেয়েছে আদালত। শুধু তাই নয়, মণিপুর হিংসায় এখনও পর্যন্ত মোট ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে, সেই এফআইআর সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করেছে, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ।

এই ঘটনার প্রেক্ষিতেই মণিপুর ইস্যুতে বিজেপির ডবল ইঞ্জিনকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। টুইটে তোপ দেগে লেখা হয়েছে, “ডবল ইঞ্জিনের মণিপুরে সম্পূর্ণ ব্যর্থ সরকার। অবশেষে সরকারের আসল স্বরূপ প্রকাশ্যে চলে এসেছে। হিংসাদীর্ণ মণিপুরকে শান্ত করার পরিবর্তে ওরা অলসভাবে হাত গুটিয়ে বসেছিল। মণিপুর সরকারের অজুহাতের জেরে এখন সুপ্রিমকোর্ট পদক্ষেপ নিতে এবং জবাবদিহিতে বাধ্য করেছে। আদালত জানিয়েছে, জাতিহিংসার জেরে এখনও পর্যন্ত যে ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য। এই সরকারের অযোগ্যতা চরমে পৌঁছেছে। সময় এসেছে এই দুঃস্বপ্নের অপশাসনের অবসান ঘটিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ন্যায়বিচার প্রদানের!”

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version