Wednesday, August 20, 2025

দলনেত্রী রাজ্যসভার সদস্য করতে চেয়েছিলেন: রাজ্য সভাপতি দ্বন্দ্বের জবাব কেষ্টর

Date:

তৃণমূল রাজ্য নেতৃত্ব প্রত্যেক সাংগঠনিক জেলার নেতৃত্ব নির্বাচন করেছেন। সেখানেই ২০২৬ নির্বাচনের আগে বিরোধীদের পায়ের তলার জমি সরে গিয়েছে। ফলে যে কোনও প্রকারে কুৎসা করে বিভাজনের রাজনীতি চালানোর চেষ্টায় বিরোধীরা। তার অন্যতম শিকার বীরভূম (Birbhum)। কোর কমিটির (core committee) উপর আস্থা রেখে সেখানে জেলা সভাপতির পদ না রেখে নয় সদস্যের কমিটির উপর আস্থা রাখা হয়েছে। তাতেই কুৎসা শুরু অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে। রবিবার তারই জবাব দিয়ে অনুব্রতর দাবি, রাজ্যসভার সাংসদের পদও তিনি প্রত্যাখ্যান করেছেন। পদের মোহ নিয়ে তিনি কাজ করেন না।

কোর কমিটির উপরই ভরসা রেখে দীর্ঘদিন বীরভূমে দল পরিচালনা করেছে তৃণমূল। তাতে সাংগঠনিকভাবে উপকৃত হওয়ার নিদর্শনও মিলেছে একাধিক নির্বাচনে। ফলে সেখানে আবার কোর কমিটির হাতে দায়িত্ব দিয়ে দল পরিচালনার পথে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাতেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) প্রথমবার ঘোষিতভাবে জেলা সভাপতি পদে রাখা হয়নি, বলে সমালোচনা শুরু হয়। রবিবার বোলপুরে একটি অনুষ্ঠানে তারই সটান জবাব দিলেন অনুব্রত। তাঁর জবাব, আমার পদ না পেলে অম্বল হবে এরকম মানুষ আমি নই।

সেই সঙ্গে দলনেত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) আমাকে রাজ্যসভার (Rajyasabha) সদস্য করতে চেয়েছিলেন। তখনই হয়ে যেতাম। হতে চাইলে অনেক আগে বিধায়ক, সাংসদ, মন্ত্রী হতে পারতাম। পদের মোহ আমি করি না। পদ নিয়ে আমি চিন্তাভাবনা করি না। মানুষের পাশে থাকি সেটা আমার কাজ।

রবিবার বীরভূমের কোর কমিটি (Birbhum core committee) গঠনের পর প্রথম বৈঠক হয়। সেই বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গে এদিন অনুব্রত জানান, দলনেত্রী তাঁকে তাঁর ঘোষিত কর্মসূচি চালিয়ে যেতে বলেছেন। সেই সঙ্গে কোর কমিটির বৈঠক ডাকার জন্য অনুব্রতকে অনুরোধ করেন দলনেত্রী। কিন্তু বর্ষীয়ান নেতা অশিস বন্দ্যোপাধ্যায়কে (Asish Banerjee) সেই বৈঠক ডাকার অনুরোধ করার কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও জানান তিনি।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version