উত্তরপ্রদেশে(UttarPradesh) চলবে না কোনও মাফিয়ারাজ। এ হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। সেই মতো এনকাউন্টার ও বুল্ডোজাররাজের দাপট গোটা রাজ্যে। এপ্রসঙ্গেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাফিয়াদের বিরুদ্ধে বুলডোজার-রাজের পক্ষে আদিত্যনাথ জানালেন, সরকারি জমি দখল করলে ওঁদের কি পুজো করা হবে? একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, রাজ্যের উন্নয়নের পথে যাঁরা বাধা হয়ে দাঁড়াবেন, তাঁদের বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নেবে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের উন্নয়ন ও মাফিয়ারাজ রুখতে বুলডোজার নীতি প্রসঙ্গে যোগী বলেন, “রাজ্যে উন্নয়নের কাজ চলছে। এত বড় রাজ্যে উন্নয়নের কাজে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। আগের মতো তো এখন আর কোদাল, বেলচা দিয়ে কাজ করলে চলবে না!” এর পরই তাঁর মন্তব্য, “রাজ্যে আগে কোনও কাজ অনুমোদিত হলেই মাফিয়ারা এসে সেই জমি দখল করতেন। কিন্তু আগের সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপই করত না। মাফিয়াদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হত না।”
এরপরই মাফিয়াদের বিরুদ্ধে বুলডোজার নীতি প্রসঙ্গে যোগী কড়া সুরে বলেন, “সরকারি জমি দখল করবে আর ওদের পুজো করব? রাজ্যর মানুষ মাফিয়া এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা চান। আর সরকার সেটাই করছে।” তবে বেছে বেছে সেক্ষেত্রে সংখ্যালঘুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার যে অভিযোগ যোগীর বিরুদ্ধে বারবার উঠেছে সেপ্রসঙ্গে তিনি বলেন, “আইন সকলের জন্য সমান। এখানে জাত, ধর্ম দেখা হয় না। রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়াই সবচেয়ে বড় বিষয়।”